Thursday, 25 February 2016

Alert news for all in safari park

গন্ডারের মেজাজ খারাপ, তাই…(ভিডিও)

সাইফুল আহমেদ : রাইজিংবিডি ডট কম
Published:25 Feb 2016   01:06:09 PM   Thursday   ||   Updated:25 Feb 2016   01:09:45 PM   Thursday
গন্ডারের মেজাজ খারাপ, তাই…(ভিডিও)
সাইফুল আহমেদ : নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্ক। এই সাফারি পার্কে বাঘ, ভাল্লুক, সিংহ সবই আছে। আছে গন্ডারও। পার্কের ভেতর দিয়ে চলে গেছে অসংখ্য পাকা রাস্তা। দর্শনার্থীরা বিভিন্ন গাড়িতে সেসব রাস্তায় ভ্রমণ করে প্রাণীদের অবলোকন করে থাকেন।

গাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ শব্দ করে। সব প্রাণীই এই শব্দ মেনে নিয়েছিল। তবে একটি গন্ডার এ ক্ষেত্রে ব্যতিক্রম। এক/দুই দিন হলে না হয় মেনে নেওয়া যায়। প্রতিদিনই কী সহ্য হয়! তা ছাড়া ওই গাড়িগুলোকে সে হয়তো নিজের জন্য হুমকি মনে করেছিল। তাই ধৈর্যের বাঁধ ভেঙে এবার ওই গন্ডার হামলা চালালো দর্শনার্থীদের একটি গাড়িতে।

সাম্প্রতিক ওই ঘটনায় বিপদে পড়েছিল একদল দর্শনার্থী। ওই দর্শনার্থীরা গন্ডারের ঘাসেঘেরা বাড়ির সামনে তাদের গাড়ি থামিয়েছিল। প্রথমে গন্ডারটি দর্শনার্থীদের টয়োটা গাড়ির দিকে নিজের আকর্ষণ দেখায়। তবে পরক্ষণেই সেই আকর্ষণ ভয়ানক ক্ষোভে পরিণত হয়। গন্ডারটি গাড়ির দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে এবং প্রচণ্ড শক্তিতে গাড়িতে আঘাত হানে। এতে গাড়িটি ব্যাপক কেঁপে উঠে। উদ্ভূত পরিস্থিতিতে গাড়ির ভেতরে আটকে পড়া দর্শনার্থীরা হতভম্ব ও আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

গন্ডারের আক্রমণের এই দৃশ্য ধারণ করেন আলেক্সান্ডার পোয়ার নামের এক ব্যক্তি, যিনি নিকটস্থ আরেকটি গাড়িতে বসেছিলেন। গন্ডারটি গোপন ক্যামেরায় তার আক্রমণের দৃশ্য ধারণের ব্যাপারটিও বোধ হয় মেনে নিতে পারেনি। তাই ক্যামেরাম্যানকে আক্রমণ করতে উদ্যত হন। অগত্যা প্রাণ বাঁচাতে শ্যুটিং ফেলে পালাতে বাধ্য হন পোয়ার।

গন্ডারের আক্রমণে অবশ্য টয়োটা গাড়ির ভেতরে থাকা দর্শনার্থীদের তেমন কোনো ক্ষতি হয়নি। পোয়ার বলেন, ‘আমার মনে হয়, গন্ডারটি গাড়িটিকে তার জন্য হুমকি মনে করেছিল। এই আক্রমণের ঘটনা খুব দ্রুত ও আকস্মিক ঘটে। সত্যি কথা বলতে কী, আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। যখন সে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে, আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং গাড়ি ঘুরিয়ে চলে যাই। ট্যুর গাইড জানিয়েছে, এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না।’

কালো গন্ডার সাধারণত দক্ষিণ ও পূর্ব ইউরোপে দেখা যায়। এটি একটি বিপন্নপ্রায় প্রজাতি। ইতোশা ন্যাশনাল পার্কে তাদের অল্প কিছু সদস্য রয়েছে। তারা তাদের আক্রমণাত্মক ও দৌড়প্রিয় মনোভাবের জন্য সুপরিচিত।

ভিডিও...

 http://www.risingbd.com/%E0%A6%97%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87%E2%80%A6%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/148905

রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৬/সাইফুল

No comments:

Post a Comment