Thursday, 25 February 2016

Beijing now richman capital

ধনীদের রাজধানী এখন বেইজিং

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Feb 2016   07:55:50 PM   Thursday   ||   Updated:25 Feb 2016   07:56:10 PM   Thursday
ধনীদের রাজধানী এখন বেইজিং
আন্তর্জাতিক ডেস্ক : বেইজিং এখন ধনীদের রাজধানী। বেইজিং চীনের রাজধানী। দুই প্রকারের রাজধানী হয়ে উঠল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রাজধানী এই বেইজিং শহর।

ধনীদের রাজধানীর মর্যাদা বহুদিন ধরে অটুট রেখেছিল যুক্তরাষ্ট্রে আকাশচুম্বি আট্টালিকার শহর নিউ ইয়র্ক। দাবি করা হচ্ছে, বেইজিং সেই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে, যা দীর্ঘদিন নিউ ইয়র্ক দখল করে রেখেছিল।

১০০ কোটি ডলারের মালিক- এমন ধনীদের সংখ্যার বিচারে এগিয়ে গেছে বেইজিং। বেইজিংয়ে এখন ১০০ জন ধনকুবের রয়েছেন, যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার। এ সংখ্যা থেকে পাঁচজন কম অর্থাৎ ৯৫ জন ধনী রয়েছেন নিউ ইয়র্কে, যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার।

কোন শহরে বেশি ধনী বসবাস করেন- এমন তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ার রাজধানী মস্কো। ৬৬ জন ১০০ কোটি ডলারের মালিক আছেন মস্কোতে। এই তালিকায় চীনের বাণিজ্যিক রাজধানী খ্যাত সাংহাই রয়েছে পঞ্চম স্থানে।

চীনভত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন ধনীদের বসবাসের বিচারে ‘ধনী শহরের তালিকা’ প্রকাশ করেছে। গত পাঁচ বছর ধরে তারা এই তালিকা প্রকাশ করে আসছে। মিশ্র তথ্যের ওপর ভিত্তি করে তারা এই তালিকা করেছে। হুরুন থেকে প্রকাশিত হয় প্রভাবশালী ‘হুরুন ম্যাগাজিন’।

ফোর্বস এবং ব্লুমবার্গসহ আরো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বিশ্বের ধনীদের তালিকা প্রকাশ করে থাকে। তবে তাদের তথ্য-উপাত্ত পর্যালোচনার ধরন আলাদা আলাদা।

হুরুনের পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত বছর ৩২ জন ১০০ কোটি ডলারের মালিক পেয়েছে বেইজিং। এই তথ্য অনুযায়ী বেইজিংয়ে শীর্ষ ধনীদের সংখ্যা এখন বেশি। তবে শীর্ষ ১০ ধনীর মধ্যে বেশির ভাগের বসবাস যুক্তরাষ্ট্রে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৬/রাসেল পারভেজ

No comments:

Post a Comment