Sunday, 28 February 2016

29 Feb birthday!

লিপ ইয়ারে যে বিখ্যাতদের জন্ম

আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:29 Feb 2016   12:59:46 AM   Monday   ||   Updated:29 Feb 2016   10:43:21 AM   Monday
জন বায়রম

জন বায়রম

আমিনুল ই শান্ত : লিপ ইয়ার প্রতি চার বছর পরপর আসে। লিপ ইয়ারে জন্ম এমন কিছু বিখ্যাত মানুষ হলেন, জন বায়রম (কবি), জিওয়াচিনো রসিনি (ইতালিয়ান সঙ্গীতজ্ঞ), স্যার ডেভ ব্রেইলসফোর্ড (ব্রিটিশ সাইক্লিস্ট ও কোচ), অ্যালান রিচার্ডসন (ব্রিটিশ সঙ্গীতকার)
ড্যারেন অ্যামব্রোস (ব্রিটিশ ফুটবলার)।

একবার ভাবুন তো এদিন যাদের জন্ম তারা জন্মদিন পালন করবেন কীভাবে। উপায় অবশ্য আছে। তার আগে একটি তথ্য জানিয়ে রাখি, বিশ্বে এমন মানুষের সংখ্যা প্রায় ৪০ লাখ যাদের জন্ম ২৯ ফেব্রুয়ারি। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। চলুন জেনে নেই সেই উপায়- আমরা বাঙালি হলেও সাধারণত বাংলা ক্যালেন্ডার দেখে দিবস বা তিথি পালন করি না। ইংরেজি ক্যালেন্ডার মেনে চলাতেই আমরা অভ্যস্ত। সেক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ যে কোনো একটা দিন বেছে নিতে হবে আপনাকে। কিন্তু কোনটা বেছে নেবেন?

যদি ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতের পর জন্ম হয় তাহলে জন্মদিন পালন করতে পারেন ২৮ তারিখ। আর যদি ২৯ ফেব্রুয়ারি মধ্যরাতের পর জন্ম হয়, তাহলে জন্মদিন পালন করতে পারেন ১ মার্চ। এখন প্রশ্ন হলো জন্ম যদি ২৯ ফেব্রুয়ারি দিনে হয়? তাহলে আর কিছুই করার নেই, জন্মদিন পালনের জন্য হয় ১ মার্চ, নয় ২৮ ফেব্রুয়ারি বেছে নিতে হবে।




রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শান্ত/তারা

No comments:

Post a Comment