‘সুপার-আর্থ’ এর বায়ুমণ্ডলে গ্যাস আছে!
মোখলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
Published:17 Feb 2016 04:00:30 PM Wednesday

এই গ্রহটির ভর পৃথিবীর চেয়ে বড়, কিন্তু বৃহস্পতি ও শনির মধ্যে খুঁজে পাওয়া গ্যাসীয়মণ্ডল তুলনায় অনেক ছোট।
সুপার-আর্থ বলতে ‘৫৫ ক্যানক্রি ই’ কক্ষপথের একটি তারকাকে বোঝায়, যা কক্ষপথ ৫৫ বার পরিভ্রমণ করে এবং যা পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
একটি ‘৫৫ ক্যানক্রি ই’ তারকার ভর পৃথিবীর ভরের প্রায় ৮ গুণ হলে তখন সেটি একটি সুপার-আর্থ হিসেবে যোগ্যতা অর্জন করে এবং নতুন একটি গবেষণায় জানা গেছে যে সুপার-আর্থ এর বায়ুমণ্ডলে শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস আছে কিন্তু কোনো জলীয় বাষ্প নেই।
যদিও এটাকে গবেষকরা নিজেরাই খুব একটা আহামরি কিছু বলে দাবী করছেন না কিন্তু যখন এটা বিবেচনা করা হয় যে, জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্রহের বায়ুমণ্ডলের ধরন শনাক্ত করতে সক্ষম হয়েছেন, তখন এটা প্রশংসনীয় না বলে পারা যাচ্ছে না। ১ আলোকবর্ষ ৯ ট্রিলিয়ন কিলোমিটার এর চাইতে বেশি (বা প্রায় ৬ ট্রিলিয়ন মাইল)।
‘৫৫ ক্যানক্রি ই’ এই তারকার বায়ুমণ্ডল নিয়ে বিশ্লেষণ করতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল সংগৃহীত তথ্য নাসা/ইএসএ হাবল স্পেস টেলিস্কোপ এবং তার ওয়াইড ফিল্ড ক্যামেরায় ৩ (ডব্রিউএফসি৩), যা অতি বেগুনি এবং দৃশ্যমান হালকা (ইউভিআইএস) এবং কাছাকাছি ইনফ্রারেড (নিড়) পরিমাপ করতে সক্ষম তা দিয়ে পরিমাপ করে।
গবেষকদলের একজন গবেষক, এ্যানজেলজ সিয়ারজ বলেন, ‘এটি একটি খুব উত্তেজনাপূর্ণ ফলাফল কারণ এই প্রথমবারের মত আমরা সুপার-আর্থের বায়ুমন্ডলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে গ্যাসগুলোর উপস্থিত খুঁজে পেতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘৫৫ ক্যানক্রি ই এই সুপার-আর্থের বায়ুমণ্ডলের গ্যাস পর্যবেক্ষণ করে আমরা পেয়েছি যে নীহারিকাটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত।’
রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment