Monday, 29 February 2016

Sofa entertainment

একাকীত্বে প্রিয়জনের ছোঁয়া দেবে সোফা

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:29 Feb 2016   01:12:35 PM   Monday   ||   Updated:29 Feb 2016   02:15:23 PM   Monday
একাকীত্বে প্রিয়জনের ছোঁয়া দেবে সোফা
লাইফস্টাইল ডেস্ক : একা? সঙ্গীহীন? স্বান্তনা ও পরশ পাওয়ার জন্য ব্যাকুল? কিন্তু মনের মধ্যে মানুষের প্রতি বিরক্তে ভরা?

তাহলে আপনার জন্য সমাধান হতে পারে সোফা! যুক্তরাজ্যের ডিজাইনার ইয়ুন ইয়াং তৈরি করেছেন একাকীত্ব ঘরানার মানুষের জন্য আকর্ষণীয় ডিজাইনের সোফা। এটি খুবই নরম পশমের ফেব্রিকে তৈরি। আর অন্যসব সোফা থেকে এই সোফাটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই সোফার বাহু রয়েছে!

সোফার এই বাহুর মাধ্যমে হাগের আরাম (কেউ জড়িয়ে ধরার অনুভূতি) পাওয়া যাবে। সুতরাং এমন সোফা যদি আপনার থাকে তাহলে আর অন্য মানুষের দরকার কী!

ইয়ুন ইয়াং বলেন, ‘এই আরামদায়ক সোফার নরম বাহু একাকীত্বের সময়ে মা, বন্ধু কিংবা প্রিয়জনের স্পর্শের মতোই।’

অভিনব এই সোফাটির কিছু ছবি দেখুন






তথ্যসূত্র: মেট্রো

 http://www.risingbd.com/%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%81%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%AB%E0%A6%BE/149552

রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment