Sunday, 14 February 2016

Software for Play group student

প্লে গ্রুপের শিশুদের জন্য বিজয় শিশুশিক্ষা সফটওয়্যার

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:14 Feb 2016   01:41:00 PM   Sunday   
প্লে গ্রুপের শিশুদের জন্য বিজয় শিশুশিক্ষা সফটওয়্যার
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : বাংলা ভাষাভাষী শিশুদের জীবনের প্রথম পাঠ হিসেবে শিক্ষামূলক মাল্টিমিডিয়া সফটওয়্যার ‘বিজয় শিশু শিক্ষা’ প্রকাশ করেছে বিজয় ডিজিটাল। বিজয় শিশু শিক্ষায় রয়েছে বাংলা ও ইংরেজি বর্ণমালা, বাংলা ও ইংরেজি সংখ্যা, বিভিন্ন প্রজাতির পাখী, মাছ, জীবজন্তু ও ফুল।

ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া পদ্ধতিতে তৈরি করা এই সফটওয়্যারটি বিজয় এর শিক্ষার ডিজিটাল রূপান্তর সিরিজের সর্বশেষ প্রকাশনা।

ইতিমধ্যেই বিজয় ডিজিটাল প্রকাশ করেছে বিজয় শিশু শিক্ষা-১, বাংলা গণিত ও ইংরেজি, বিজয় শিশু শিক্ষা-২, বাংলা, ইংরেজি ও গণিত, বিজয় প্রাথমিক শিক্ষা-১ বাংলা, ইংরেজি ও গণিত এবং বিজয় প্রাথমিক শিক্ষা-২ বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ক সফটওয়্যার।

এসব সফটওয়্যার দেশের হাজার হাজার শিক্ষার্থীর পাঠ্য উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব সফটওয়্যার দিয়ে শত শত স্কুলের ক্লাশরুম ডিজিটাল করা হচ্ছে। নেত্রকোণা জেলার পূর্বধলার আরবান একাডেমির প্রথম শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রাথমিক কম্পিউটার শিক্ষা-১ সফটওয়্যার সহ মিনি ল্যাপটপ প্রদান করা হয়েছে। বিজয় ডিজিটাল প্রাক প্রাথমিক শিক্ষা নামক আরও একটি সফটওয়্যারের উন্নয়ন করছে।

বিজয় শিশুশিক্ষা সফটওয়্যারটি একুশের বইমেলার ৬২৫ নম্বর স্টল ছাড়াও বিসিএস কম্পিউটার সিটি এবং বিসিএস ল্যাপটপ বাজারে পাওয়া যাবে। আরও জানতে যোগাযোগ: +৮৮০২৭১৯৪৫২৭।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment