Saturday, 20 February 2016

on 21 Feb

বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

রেজা/নাসির/ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:21 Feb 2016   12:07:05 AM   Sunday   ||   Updated:21 Feb 2016   09:18:33 AM   Sunday
কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করছে বাঙালি জাতি।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। উর্দু ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকদের বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছেন রফিক, জব্বার, সফিউরসহ অনেকে। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে পুরো জাতি।

বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নেই। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। বাঙালির ভাষার সংগ্রামের একুশ এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।

একুশের প্রথম প্রহর রোববার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তাদের পর শহীদ মিনারে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, চিফ হুইপ আ স ম ফিরোজ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

এদিকে রাত পৌনে ২টার দিকে নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৪ দলের নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধানেরা, আইজিপি, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন দেশের কূটনীতিক ও ভাষাসৈনিকরা।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হলে শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শুরু করেন। খালি পায়ে প্রভাতফেরির মিছিলে সবার কণ্ঠে অমর সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..।’

ঢাকার পাশাপাশি চট্টগ্রামসহ সারা দেশে একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধা জানানো। ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার।


রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৬/রেজা/নাসির/ইয়ামিন/উজ্জল/এএন

No comments:

Post a Comment