উপমহাদেশের দৃষ্টিনন্দন চরফ্যাশন টাওয়ার
ফয়সল বিন ইসলাম নয়ন : রাইজিংবিডি ডট কম
Published:23 Feb 2016 04:57:57 PM Tuesday

দৃষ্টিনন্দন চরফ্যাশন টাওয়ার
স্থানীয় সাংসদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশন শহরের খাসমহল মসজিদের পাশে ৭ কোটি টাকা ব্যয়ে ১৮ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন টাওয়ারটি তৈরি করেছেন।
বঙ্গোপসাগরের কোলঘেঁষে জেগে ওঠা চরাঞ্চল বিশেষ করে চরফ্যাশন ও মনপুরা উপজেলা এখন পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনার হাতছানি দিচ্ছে।
প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অপার সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের কাছে এই অঞ্চলকে আরো আকর্ষণীয় করে তুলতেই চরফ্যাশনে নির্মিত হয়েছে উপমহাদের অদ্বিতীয় দৃষ্টিনন্দন সর্বোচ্চ টাওয়ার।
এ টাওয়ারের উপর দাঁড়িয়ে বঙ্গোপসাগর মোহনায় জেগে ওঠা দ্বীপগুলোর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যাবে। ইতিমধ্যে টাওয়ারটি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে।
চরফ্যাশনের দক্ষিণে সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ কুকরী মুকুরী, ঢালচর, তারুয়া সৈকত প্রকৃতির এক অপার সৃষ্টি। গত কয়েক বছরে ওই স্পটগুলো ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
চরফ্যাশন টাওয়ারটির ডিজাইনার হচ্ছেন বিশিষ্ট স্থপতি কামরুজ্জামান লিটন।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে এর নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৫ সালের শুরুতে শেষ হয়েছে গেছে।
সহকারী প্রকৌলশলী হুমায়ুন কবির জানান, ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় ওই টাওয়ারের চূড়ায় ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি থাকবে ১৬ জন ধারণক্ষমতার অত্যাধুনিক ক্যাপসুল লিফট। টাওয়ারের চারদিকে অ্যালুমিনিয়ামের উপর ৫ মিলি ব্যাসের স্বচ্ছ গ্লাস রয়েছে।
এক হাজার বর্গফুটের ১৭তম তলায় থাকবে বিনোদনের ব্যবস্থা।
একসঙ্গে ২০০ পর্যটক সেখান থেকেই শক্তিশালী বাইনোকুলারের সাহায্যে কুকরী মুকরী, তারুয়া দ্বীপসহ চারপাশের ১০০ বর্গকিলোমিটার পর্যন্ত দেখা যাবে।
এছাড়াও আছে বিশ্রাম, প্রাথমিক চিকিৎসা ও খাবারের সুব্যবস্থা রয়েছে।
তিনি আরো জানান, মালয়েশিয়ায় রয়েছে এশিয়ার সর্বোচ্চ টাওয়ার যার উচ্চতা ২০০ ফুট। আর চরফ্যাশনের মূল টাওয়ারের উচ্চতা ১৮৫ ফুট।
এর উপর রয়েছে ৩০ ফুট দীর্ঘ একটি সুদৃশ্য ফলক। মূল টাওয়ার ১৮৫ ফুট হওয়ায় এটিকে দ্বিতীয় হিসেবে ধরা হচ্ছে। ঢাকার কাওরানবাজার হাসনা টাওয়ারের ‘আর্কিটেক্ট ফোরাম’ নামের একটি প্রতিষ্ঠান এ প্রকল্পের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে।
রাইজিংবিডি/ভোলা/২৩ ফেব্রুয়ারি ২০১৬/ফয়সল বিন ইসলাম নয়ন/মুশফিক
No comments:
Post a Comment