Sunday, 21 February 2016

A great lady in India

ছাগল বেচে টয়লেট নির্মাণ এবং মোদি

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:22 Feb 2016   12:01:32 AM   Monday   ||   Updated:22 Feb 2016   09:42:25 AM   Monday
১০৪ বছর বয়সি কুনওয়ার বাইকে প্রণাম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১০৪ বছর বয়সি কুনওয়ার বাইকে প্রণাম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ছত্তিশগড়ে এক বৃদ্ধার পায়ের ধুলো নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কেন?

ছত্তিশগড়ের ধামতারি জেলার এক প্রত্যন্ত গ্রামের শতবর্ষী বৃদ্ধা ছাগল বিক্রি করেছেন টয়লেট তৈরির জন্য। এটি নিঃসন্দেহে উন্নত মানসিকতার পরিচয়। এ কারণে মোদি ওই বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন।

মোদি বলেছেন, ভারত যে উন্নতির দিকে পরিবর্তিত হচ্ছে, এই ঘটনা তার প্রমাণ। এই নারীকে গ্রাম উন্নয়নের মডেল হিসেবে উল্লেখ করেছেন তিনি। এদিন কয়েকটি গ্রামকে রোগবালাইমুক্ত হিসেবে ঘোষণা দেন মোদি।

১০৪ বছরের কুনওয়ার বাই নামে এই নারীর বাড়ি ধামতারি জেলার কোটবাড়ি গ্রামে। তিনি তার গ্রামকে রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করতে চান।

মোদি বলেন, প্রত্যন্ত গ্রামে থাকা এই বৃদ্ধা টেলিভিশন দেখেন না বা সংবাদপত্র পড়েন না। কিন্তু তার কাছে কোনো না কোনোভাবে পরিচ্ছন্ন ভারতের ভাবনা পৌঁছে গেছে। তিন তার ছাগল বিক্রি করে টয়লেট নির্মাণ করেছেন, যা গ্রামের অন্যদের একই কাজে উদ্বুদ্ধ করেছে।

কুনওয়ার বাই তার ৮-১০টি ছাগল বিক্রি করে টয়লেট তৈরি করেছেন। টয়লেট তৈরির পর তিনি গ্রামবাসীকে ডেকে ডেকে দেখিয়েছেন। পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বুঝিয়েছেন।

মোদি বলেন, এই নারী ভারতের তরুণ প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত। তার কাছ থেকে তারা শিখতে পারে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৬/রাসেল পারভেজ/নওশের/এএন

No comments:

Post a Comment