Friday, 26 February 2016

Google type without keboard /mouse

কিবোর্ড ছাড়াই টাইপ, এডিট সব করা যাবে! (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:27 Feb 2016   01:36:31 PM   Saturday   ||   Updated:27 Feb 2016   01:45:25 PM   Saturday
কিবোর্ড ছাড়াই টাইপ, এডিট সব করা যাবে! (ভিডিও)
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গুগল চালু করল এক অনন্য সুবিধা। এখন থেকে গুগল ডকস ব্যবহার করে কোনো কিছু লেখার জন্য আর টাইপ করা লাগবে না, আপনি মুখে বললেই সেটা গুগল ডকসে টাইপ হয়ে যাবে।

যদিও গুগল ডকসের এই ভয়েস টাইপিং সুবিধাটি ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথম চালু করেছিল গুগল, কিন্তু তখন ভয়েস দিয়ে টাইপ করার সুবিধা পাওয়া গেলেও, কপি পেস্ট কিংবা বুলেট-পয়েন্ট এর জন্য কিবোর্ডের সাহায্যে নেওয়ার দরকার হতো।

কিন্তু বর্তমানে কিবোর্ডের কোনো সাহায্যে ছাড়াই টাইপ, কপি-পেস্ট, এডিট, ফরম্যাট সবকিছুই আপনি মুখে বলেই করতে পারবেন গুগল ডকসে! এজন্য দরকার হবে শুধু একটি মাইক্রোফোনের।

গুগল ডকসের নতুন ভয়েস টাইপ সুবিধাটি নিচের ভিডিওতে দেখুন:

 http://www.risingbd.com/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/149220

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment