যার এক কাপ চায়ের দাম তিন লাখ রুপি
টিপু : রাইজিংবিডি ডট কম
Published:01 Mar 2016 11:30:38 AM Tuesday || Updated:01 Mar 2016 01:10:53 PM Tuesday

নীতা আম্বানি
জাপানের প্রাচীনতম ক্রোকারি ব্র্যান্ড নরিতাকে থেকে ২২ ক্যারেট সোনা ও প্ল্যাটিনাম খচিত ক্রোকারি সেটও কিনেছেন নীতা আম্বানি। যার দাম দেড় কোটি রুপি।
ঘড়ি, ব্যাগ, জুতো এসব নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে তিনি। তার ঘড়ির কালেকশনে রয়েছে বুলগারি, র্যাডো, গুচি, কেলভিন ক্লেন, ফসিল বিশ্বের সেরা ব্র্যান্ডগুলি। হ্যান্ডব্যাগের তালিকায় রয়েছে স্নেল, গোয়ার্ড ও জিমি চু। যার দামই শুরু হয় ৩০ লক্ষ রুপি থেকে।
জুতোর ব্যাপারেও তার পছন্দটা একেবারেই আলাদা। পাদ্রো, গ্রাসিয়া, জিমি চু, পেলমোধা, মার্লিন ব্র্যান্ড শোভিত জুতোর র্যাক থেকে একই জুতো কখনই দু’বার পরেন না তিনি। ন’বছর আগে তার জন্মদিনে স্বামীর কাছ থেকে উপহার পেয়েছিলেন ৬০ লক্ষ মার্কিন ডলার মূল্যের এয়ারবাস।
২০১৬ সালের নিরিখে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমাণ ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৬/টিপু
No comments:
Post a Comment