শাহরুখের ঠোঁটে বাংলা গান
আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:20 Feb 2016 06:31:49 PM Saturday || Updated:21 Feb 2016 09:19:07 AM Sunday

শাহরুখ খান
ফ্যান সিনেমায় শাহরুখকে দেখা যাবে- নিজেরই ফ্যানের চরিত্রে। সেই সিনেমার একটি গান বিভিন্ন ভাষায় শাহরুখের ঠোঁটে তৈরি করছে যশরাজ ফিল্মস। তার মধ্যে রয়েছে- উত্তর ও দক্ষিণ ভারতের একাধিকসহ পূর্ব ভারতের বাংলাও। আর এই বাংলা গানটি গেয়েছেন অনুপম রায়।
একজন শাহরুখ ভক্তের গল্প নিয়ে যশরাজ ফিল্মসের ফ্যান চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। সিনেমাটির শুটিং শেষে এখন চলছে প্রচারণার কাজ।
পরিচালক মহেশ শর্মার ফ্যান সিনেমায় বলিউড বাদশার সঙ্গে ইলিয়ানার একটি আইটেম গান রয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৬/শান্ত
No comments:
Post a Comment