Sunday, 14 February 2016

ATM Machine GIFT

এটিএম মেশিনের চমক (ভিডিও)

ইবনে মিজান : রাইজিংবিডি ডট কম
Published:14 Feb 2016   02:13:42 PM   Sunday   
এটিএম মেশিনের চমক (ভিডিও)
ইবনে মিজান : এটিএম বা অটোমেটেড টেলার মেশিন এর কথা সবাই জানে। টাকা উত্তোলনের জন্য এই মেশিন রাস্তার পাশে স্থাপন করা থাকে, যেন গ্রাহক যেকোনো সময় কার্ড ব্যবহার করে তার অ্যাকাউন্টের টাকা উত্তলন করতে পারেন। কিন্তু টাকা উত্তোলন করতে গিয়ে এটিএম মেশিন কথা বলে এবং সেই সঙ্গে দেয় আকর্ষণীয় গিফট তবে কেমন হবে একবার ভেবে দেখুন তো!

এমন-ই একটি পদক্ষেপ নিয়েছিল কানাডার একটি ব্যাংক। টিডি (টরন্টোর ডোমিনিয়ন ব্যাংক) নামের কানাডিয়ান এই ব্যাংক তাদের ১২ মিলিয়ন গ্রাহকদের গিফট দেয়ার জন্যই এই ব্যবস্থা নিয়েছেল। এছাড়াও গ্রাহকদের চমকে দেয়ার জন্য এটিএম মেশিনকে বানিয়ে ছিল কথা বলা মেশিন।

বিশেষ এই এটিএম মেশিনটি প্রচলিত এটিএম মেশিনের আদলে-ই বানানো হয়েছিল। মেশিনটি থেকে শুধু টাকাই বের হয়নি, বিশেষ বিশেষ কাস্টমারের জন্য বের হয়েছে চমৎকার গিফটও! এই এটিএম মেশিনটি মানুষের সঙ্গে রীতিমত কথাও বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল।

নিচের ভিডিওটি থেকে দেখে নিন কানাডার টিডি ব্যাংকের বিশেষ এটিএম মেশিনটির চমক আর এর সামনে থাকা মানুষের প্রতিক্রিয়া।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment