Sunday, 28 February 2016

Actor Leonartho Oscar win

লিওনার্দোর প্রথম অস্কার জয়

রাহাত সাইফুল : রাইজিংবিডি ডট কম
Published:29 Feb 2016   11:11:56 AM   Monday   ||   Updated:29 Feb 2016   11:46:55 AM   Monday
লিওনার্দো ডিক্যাপ্রিও

লিওনার্দো ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক : হলিউডে তিনি সেরাদের একজন। তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন গোটা বিশ্ব। কিন্তু সেরার স্বীকৃতি স্বরুপ বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ট্রফিটা এতদিন হাতে তুলতে পারেননি লিওনার্দো ডিক্যাপ্রিও।

এবার পূরণ হলো তার চির অধরা স্বপ্ন। পেলেন অস্কারে সেরা অভিনেতার পুরস্কার। দ্য রেভেন্যান্ট সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

এর আগে পাঁচবার অস্কারে মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। কিন্তু কোনোবারই ভাগ্য দেবী তার সহায় হয়নি। সবাই যখন ধরে নিয়েছে, অন্য কেউ নয় সেরার পুরস্কার পাবেন লিও তখনি তাকে কাঁদিয়ে স্বর্ণমূর্তিটি নিয়ে গেছেন অন্য কেউ। তবে এবার আর হতাশ হতে হয়নি এ অভিনেতাকে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/মারুফ/শান্ত

No comments:

Post a Comment