Monday, 22 February 2016

Earth is incomparable

Earth is incomparable 

তুলনা হয় না পৃথিবীর!

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:22 Feb 2016   05:03:59 PM   Monday   
তুলনা হয় না পৃথিবীর!
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বেশ কয়েকবার শোনা গেছে যে, মহাকাশে পৃথিবী সাদৃশ্য নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে। কিন্তু সম্প্রতি এবার সুইডেনের একদল জ্যোতির্বিজ্ঞানী দাবি করেছেন, মহাকাশে পৃথিবীর মতো গ্রহ আর নাই।

কোপারনিকান থিওরি অনুযায়ী, একা পৃথিবীই এই ব্রহ্মাণ্ডে সুবিধাভোগী নয়। এরকম গ্রহ আরো রয়েছে। ঠিক এই তত্ত্বকেই চ্যালেঞ্জ করেছেন জ্যোতির্বিজ্ঞানীদের দলটি। তাদের দাবি, আমাদের পরিচিত ব্রহ্মাণ্ডে রয়েছে ৭০০ মিলিয়ন ট্রিলিয়ন গ্রহ। কিন্তু তাদের সবার চরিত্র কাটাছেড়ার পরেও পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান পাওয়া যায়নি। সুতরাং পৃথিবী এক এবং অদ্বিতীয়।

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের এক মহাকাশবিজ্ঞানীর দাবি, আমাদের সৌরজগতের পাশাপাশি বাইরের সৌরজগৎ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে। এমনকি এর পাশে রাখা হয়েছে, কেপলার মডেলকেও। সামগ্রিক গবেষণার পরেও পৃথিবীর মতো চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন কোনো গ্রহই খুঁজে পাওয়া যায়নি।

এর স্বপক্ষে একটা যুক্তিও দেখিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, সৌরজগতের বেশিরভাগ গ্রহই অনেক পুরনো। তুলনায় বয়সে নবীন পৃথিবী। পাশাপাশি ছায়াপথে এর অবস্থানও অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছে। সবমিলিয়ে পৃথিবীকে বলা যেতেই পারে, ‘তুলনা হয় না পৃথিবীর’।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment