অস্ট্রেলিয়ার শহরে এ কেমন আতঙ্ক
সাইফুল : রাইজিংবিডি ডট কম
Published:18 Feb 2016 12:57:45 PM Thursday

টাম্বলউইড নামের এক ধরনের আগাছা যা অস্ট্রেলিয়ায় ‘হেয়ারি প্যানিক’ (লোম আতঙ্ক) নামে পরিচিত। এই আগাছায় ভরে যাচ্ছে ওয়ানগারাত্তা শহর। সাধারণত চরম শুষ্ক আবহাওয়ায় ওই আগাছাগুলো অতি দ্রুত বৃদ্ধি পায়। অবস্থা এতটাই প্রকট যে, প্রতিদিনই এই আগাছা শহরের বাড়িগুলোর চারপাশ আবদ্ধ করে ফেলছে। শহরের হতাশ বাসিন্দারা প্রতিদিন কয়েক ঘণ্টা করে আগাছা পরিষ্কার করেও কিছুই করতে পারছেন না।
পাম টুইটচেট নামের এক বাসিন্দা বলেন, ‘এটি শারীরিক ও মানসিক দুইভাবেই আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে।’
তিনি জানান, অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি রাজ্যে টাম্বলউইড আছে। এটি খুবই ভয়ানক আগাছা। এটি খেলে ভেড়ার প্রাণঘাতী ‘হলুদ বড় মাথা’ রোগ হয়।
ওয়ানগারাত্তার চিকিৎসক রিচার্ড ইভান্স বলেন, এই আগাছা বিষাক্ত। তবে অনেক বেশি শুকিয়ে গেছে তার বিষক্রিয়া হারিয়ে ফেলে। এর প্রভাবে মানুষ মারা যায় না, তবে অনেক আবর্জনার সৃষ্টি করে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন
রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৬/সাইফুল
No comments:
Post a Comment