জ্বালানি ছাড়াই চলবে শরীফের ই-বাইক
ইকবাল হাসান : রাইজিংবিডি ডট কম
Published:27 Feb 2016 11:55:14 AM Saturday || Updated:27 Feb 2016 02:17:31 PM Saturday

নেত্রকোনা শহরের কাজী রোডের মিজানুর রহমানের ছেলে তিনি। ছোট বেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছে তার। সে ইচ্ছেটাই তার সফল হল এতদিনে।
আতিকুর রহমান শরীফ জানান, তার আবিষ্কৃত ই-বাইকটি কোন প্রকার কার্বনডাই অক্্রাইড ছড়ায় না ও শব্দ উৎপন্ন করে না। তাই বায়ু ও শব্দ দূষণ মুক্ত পরিবেশ বান্ধব এই বাইক। জ্বালানি হিসেবে সোলার প্যানেলের সাহায্যে চলবে তার এই বাইক। একবার ফুলচার্জ হলে ১২০-১২৫ কি.মি. চালানো যাবে। ই-বাইকটি ঘণ্টায় ৮৫-৯০ কি.মি. গতিতে চলবে। সোলার প্যানেলগুলো ই-বাইকের সঙ্গে বহন করা যাবে। প্যানেলগুলো বিশেষ ধরণের পাতলা এবং ছোট। ৫টি প্যানেল একত্রে ই-বাইকের সাইড বক্সে বহন করা যাবে।
সামনের চাকা হাইড্রোলিক এবং পিছনের চাকা ড্রাম সিস্টেম। যার দরুণ বাইকের কন্ট্রোলিং চমৎকার।
এ ছাড়া বিকল্প হিসেবে বিদ্যুতের মাধ্যমেও চার্জ করা যাবে। একবার চার্জ করতে দুই ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ই-বাইকটি উৎপাদন খরচ পড়বে ৬০ থেকে ৭০ হাজার টাকা।
রাইজিবিডি/নেত্রকোনা/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ ইকবাল/টিপু
No comments:
Post a Comment