Saturday, 27 February 2016

solar motorcycle

জ্বালানি ছাড়াই চলবে শরীফের ই-বাইক

ইকবাল হাসান : রাইজিংবিডি ডট কম
Published:27 Feb 2016   11:55:14 AM   Saturday   ||   Updated:27 Feb 2016   02:17:31 PM   Saturday
জ্বালানি ছাড়াই চলবে শরীফের ই-বাইক
ইকবাল হাসান, নেত্রকোনা : কোন প্রকার জ্বালানি খরচ ছাড়াই চলবে ই-বাইক। পরিবেশ সহায়ক এমন ই-বাইকের আবিষ্কারক নেত্রকোনার তরুণ ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান শরীফ। এ ধরনের ই-বাইক আবিষ্কার এই প্রথম বলেও জানান তিনি।

নেত্রকোনা শহরের কাজী রোডের মিজানুর রহমানের ছেলে তিনি। ছোট বেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছে তার। সে ইচ্ছেটাই তার সফল হল এতদিনে।

আতিকুর রহমান শরীফ জানান, তার আবিষ্কৃত ই-বাইকটি কোন প্রকার কার্বনডাই অক্্রাইড ছড়ায় না ও শব্দ উৎপন্ন করে না। তাই বায়ু ও শব্দ দূষণ মুক্ত পরিবেশ বান্ধব এই বাইক। জ্বালানি হিসেবে সোলার প্যানেলের সাহায্যে চলবে তার এই বাইক। একবার ফুলচার্জ হলে ১২০-১২৫ কি.মি. চালানো যাবে। ই-বাইকটি ঘণ্টায় ৮৫-৯০ কি.মি. গতিতে চলবে। সোলার প্যানেলগুলো ই-বাইকের সঙ্গে বহন করা যাবে। প্যানেলগুলো বিশেষ ধরণের পাতলা এবং ছোট। ৫টি প্যানেল একত্রে ই-বাইকের সাইড বক্সে বহন করা যাবে।

সামনের চাকা হাইড্রোলিক এবং পিছনের চাকা ড্রাম সিস্টেম। যার দরুণ বাইকের কন্ট্রোলিং চমৎকার।

এ ছাড়া বিকল্প হিসেবে বিদ্যুতের মাধ্যমেও চার্জ করা যাবে। একবার চার্জ করতে দুই ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ই-বাইকটি উৎপাদন খরচ পড়বে ৬০ থেকে ৭০ হাজার টাকা।




রাইজিবিডি/নেত্রকোনা/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ ইকবাল/টিপু

No comments:

Post a Comment