Monday, 29 February 2016

Google celebarate 29 feb 2016


লিপইয়ারকে গুগলের ডুডলে দারুণ সেলিব্রেট

টিপু : রাইজিংবিডি ডট কম
Published:29 Feb 2016   12:53:31 PM   Monday   
লিপইয়ার গুগল ডুডলে

লিপইয়ার গুগল ডুডলে

ডেস্ক রিপোর্ট : এবারের ফেব্রুয়ারি মাস লিপইয়ার।আজ  তাই ফেব্রুয়ারির শেষদিন।চার বছর পরপর এভাবে লিপইয়ার আসে। গুগল লিপইয়ারকে তার ডুডলে দারুণ সেলিব্রেট করেছে। গুগল ওপেন হতেই দেখা যাচ্ছে খরগোশদের মাতামাতি।১ ও ২৮ নাম্বার সম্বলিত খোরগোশ ঘুমিয়ে গেলে ২৯ নাম্বার খোরগোশ তার সরব উপস্থিতি জানান দিচ্ছে। এভাবে খোরগোশ দিয়ে ফেব্রুয়ারির ২৯টি দিনকে খুব সুন্দর উপস্থাপন করা হয়েছে গুগল ডুডলে।

দৃশ্যটিও খুব মজার। কিছুক্ষণ পর পর একটি খরগোশ লাফ দিয়ে এসে ১ ও ২৮ নাম্বার সম্বলিত খোরগোশদ্বয়ের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইছে। যার গায়ে লেখা ২৯। সাধারণত ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারে ২৯ তারিখের ‘ঠাঁই’ না থাকায় ঘুমন্ত দুই খরগোশকে চেপে জায়গা করে নিচ্ছে ‘২৯ খরগোশটি’।অর্থাৎ এবারের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে, লিপইয়ার।




রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/টিপু

No comments:

Post a Comment