লিপইয়ারকে গুগলের ডুডলে দারুণ সেলিব্রেট
টিপু : রাইজিংবিডি ডট কম
Published:29 Feb 2016 12:53:31 PM Monday

লিপইয়ার গুগল ডুডলে
দৃশ্যটিও খুব মজার। কিছুক্ষণ পর পর একটি খরগোশ লাফ দিয়ে এসে ১ ও ২৮ নাম্বার সম্বলিত খোরগোশদ্বয়ের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইছে। যার গায়ে লেখা ২৯। সাধারণত ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারে ২৯ তারিখের ‘ঠাঁই’ না থাকায় ঘুমন্ত দুই খরগোশকে চেপে জায়গা করে নিচ্ছে ‘২৯ খরগোশটি’।অর্থাৎ এবারের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে, লিপইয়ার।
রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/টিপু
No comments:
Post a Comment