‘ফ্যান’র প্রথম গান প্রকাশ (ভিডিও)
মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:17 Feb 2016 01:31:30 PM Wednesday || Updated:17 Feb 2016 03:23:06 PM Wednesday

‘জাবরা ফ্যান’ গানে শাহরুখ খান
‘জাবরা ফ্যান’ শিরোনামের গানটি গতকাল ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান দিল্লির হংসরাজ কলেজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গানটি প্রকাশ করেন এ তারকা অভিনেতা। প্রকাশের পর ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে গানটি।
গানে দেখা গেছে, গৌরব নামের একটি তরুণ যিনি কিনা শাহরুখ খানের ভীষণ ভক্ত। নাচতে নাচতে তিনি শাহরুখের প্রতি তার ভালোবাসার বিভিন্ন দিক বর্ণনা করছেন।
‘জাবরা ফ্যান’ গানটি কম্পোজ করেছেন বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানি। এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে ফ্যান সিনেমাটি।
দেখুন : ‘জাবরা ফ্যান’ গানটি
http://www.risingbd.com/%E2%80%98%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E2%80%99%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/147704
রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৬/মারুফ/শান্ত
No comments:
Post a Comment