Evergreen King Shahjahan
প্রেমিক শাহজাহানের প্রাসাদ ষড়যন্ত্র
কাজী আশরাফ : রাইজিংবিডি ডট কম
Published:22 Feb 2016 12:13:37 AM Monday || Updated:22 Feb 2016 11:52:03 AM Monday

মোগল সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র খুররম পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। এ সময় তিনি ‘শাহজাহান’ নাম গ্রহণ করেন। আহমদনগর অভিযানে তাঁর সাফল্যে খুশি হয়ে পিতা জাহাঙ্গীর তাঁকে ‘শাহজাহান’ উপাধিতে ভূষিত করেছিলেন। সম্রাট হিসেবে শাহজাহান প্রায় ৩০ বছর (১৬২৮-৫৮) রাজ্য শাসন করেছেন। প্রিয়তমা মহিষী মমতাজের স্মৃতিতে নির্মিত সমাধিসৌধ ‘তাজমহল’ এবং মণিমুক্তাখচিত স্বর্ণমণ্ডিত ‘ময়ূর সিংহাসন’ সম্রাট শাহজাহানের ঐশ্বর্যমণ্ডিত শিল্পসৃষ্টি। তাঁর শাসনকালেই মোগল সাম্রাজ্যের রাজধানী দিল্লী স্থানান্তরিত হয়। তাঁর নির্দেশেই এই অঞ্চলের শাসক কাশিম আলী খাঁ হুগলি থেকে পুর্তগিজদের বিতাড়িত করেন। বুন্দেলখণ্ড এবং দাক্ষিণাত্যের বিদ্রোহ দমনেও শাহজাহান দক্ষতার পরিচয় দেন।
তাজমহলের কারণে কমবেশি সবাই শাহজাহানের প্রেমিক হৃদয়ের কথাটাই জানেন। প্রেমের উল্টোটাও তার হৃদয়ে ছিল। ব্যক্তিগত জীবনে শাহজাহান উচ্চাভিলাষী ছিলেন। যে কারণে পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধেও তিনি এওক সময় বিদ্রোহ করেছিলেন। কিন্তু বিদ্রোহ ব্যর্থ হওয়ায় দাক্ষিণাত্যে পালিয়ে যান এবং পরে পিতার কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। সম্রাট জাহাঙ্গীর এই সন্তানকে একটু বেশিই স্নেহ করতেন। তিনিও ছেলেকে ক্ষমা করে ফিরিয়ে আনেন। কিন্তু এরপরই শাহজাহান আরেকটি কাণ্ড করে বসেন। সিংহাসন নিষ্কন্টক করার জন্য তিনি প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দুই ভাইকে অন্ধ করে দেন। শুধু তাই নয়, জ্যেষ্ঠ খসরুকে অন্ধ করার পর ষড়যন্ত্র করে হত্যা করেন।
ভাগ্যের নির্মম পরিহাস, সিংহাসন নিয়ে প্রায় একই রকম ষড়যন্ত্রের ঘটনা শাহজাহানের পুত্রদের ক্ষেত্রেও ঘটতে দেখা যায়। ১৬৫৮ সালে শাহজাহানের অসুস্থতার সংবাদ প্রচার হলে সিংহাসন নিয়ে তাঁর চার পুত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জয়ী হয়ে তৃতীয় পুত্র আওরঙ্গজেব সিংহাসন অধিকার করেন। এ সময় পুত্র আওরঙ্গজেব আগ্রার দুর্গে শাহজাহানকে বন্দী করে রাখেন। ৮ বছর বন্দী থেকে ১৬৬৬ সালে শিল্পপ্রেমে গভীর অনুরাগী সম্রাট শাহজাহান মারা যান।
রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৬/তারা
No comments:
Post a Comment