Monday, 29 February 2016

Human brain vs Computer

মানুষের মস্তিষ্ক কম্পিউটারের চেয়ে কতটা শক্তিশালী

মোখলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
Published:29 Feb 2016   01:45:29 PM   Monday   
মানুষের মস্তিষ্ক কম্পিউটারের চেয়ে কতটা শক্তিশালী
মোখলেছুর রহমান : মানুষের মস্তিষ্কের এর ক্ষমতা কত? কম্পিউটার কী কখনো মানব মস্তিষ্কের সমান ক্ষমতার অধিকারী হতে পারবে?

দিনে দিনে কম্পিউটার যত শক্তিশালী হয়ে উঠছে ততই এই প্রশ্নগুলো মানুষের মনে বেশি করে দানা বাধছে।

যদিও কম্পিউটার এখন অনেক বেশি দ্রুতগামী এবং শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু এটি এখনো মানুষের মস্তিষ্কের সমকক্ষ হয়ে উঠতে পারেনি।

তবে এটা ঠিক যে, একটি কম্পিউটারকে বিশেষভাবে যেকোনো একটি কার্য সম্পাদন করার জন্য প্রোগ্রাম সেট করে দেয়া যেতে পারে। যেমন কম্পিউটারের সঙ্গে মানুষ এখন দাবা খেলছে।

কিন্তু কম্পিউটারকে যখন মানব মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হয় তখন দেখা যায় যে মানব মস্তিষ্কের যে ক্ষমতা, কম্পিউটার এখনো তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি।

গত কয়েক বছর ধরে বিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে মানব মস্তিষ্কের জটিলতা এবং এর প্রাথমিক প্রক্রিয়াকরণ ক্ষমতাকে অনুকরণ করতে পারে এমন একটি সুপার কম্পিউটার তৈরি করার চেষ্টা করেছে।

জীববিজ্ঞানীদের মতে, মানুষের মস্তিষ্কের প্রায় ৯০ বিলিয়ন স্নায়ুকোষ রয়েছে যা আক্ষরিক অর্থে সিনাপসেস নামক সংযোগেনালী দ্বারা একত্রে সংযুক্ত থাকে। মস্তিষ্কের মধ্যে সম্প্রসারিত এই সংযোগ সিস্টেমের মাধ্যমে বিভিন্ন পথ, এটি মস্তিষ্কে শত শত ট্রিলিয়ান সংকেত পাঠায়।

এই পদ্ধতিকে ডিজিটালরূপে অনুকরণ করার প্রচেষ্টায় বিজ্ঞানীদের কয়েক বছর আগেই ৮২,০০০ প্রসেসরের বিশ্বের দ্রুততম একটি সুপার কম্পিউটারের প্রয়োজন হয়েছিল, যা দিয়ে একটি স্বাভাবিক মানুষের মস্তিষ্কের ক্রিয়ার মাত্র ১ সেকেন্ড অনুকরণ করা যায়।

সাম্প্রতিককালের একটি গবেষণা সমীক্ষায় দেখা গেছে যে, পূর্বের ধারণার চাইতে মানুষের মস্তিষ্ক ১০ গুণ বেশি তথ্য ধরে রাখতে পারে।


বিজ্ঞানীরা এখন বিশ্বাস করে যে, মানব মস্তিষ্কের ক্ষমতা এক পেটাবাইট।



রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment