কুকুর-বিড়ালে ব্যতিক্রম সখ্য
ফয়সল বিন ইসলাম নয়ন : রাইজিংবিডি ডট কম
Published:25 Feb 2016 12:12:51 PM Thursday || Updated:25 Feb 2016 12:25:12 PM Thursday

কুকুরের দুধ পান করছে বিড়ালছানা
ভোলা সদর উপজেলায় দেখা গেল এমনই একটি দৃশ্য। ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় গেটসংলগ্ন একটি দোকানের সামনে এমন দৃশ্যে অভিভূত হলেন অনেকেই। দেখা গেল, একটি মা কুকুরের দুধ পান করছে আরেকটি বিড়ালছানা।
স্থানীয়রা জানালেন, এই কুকুরটির সঙ্গে বিড়ালটির এমন সম্পর্কে তারাও অভিভূত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই বিড়ালছানাটিকে তারা কুকুরটির দুধ পান করতে দেখছেন বলে জানান।
বৃহস্পতবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় এলাকা থেকে বিড়ালকে কুকুরের দুধ পান করানোর দৃশ্যটি ধারণ করেন রাইজিংবিডির প্রতিনিধি ফয়সল বিন ইসলাম নয়ন।
রাইজিংবিডি/ভোলা/২৫ ফেব্রুয়ারি ২০১৬/ ফয়সল বিন ইসলাম নয়ন/টিপু/এএন
No comments:
Post a Comment