৩০০০ বছর আগের আঙুলের ছাপ!
রহমান : রাইজিংবিডি ডট কম
Published:22 Feb 2016 04:12:57 PM Monday || Updated:22 Feb 2016 07:10:31 PM Monday

আঙুলের ওই ছাপটি কফিন তৈরির কাজে নিয়োজিত কোনো কারিগরের হতে পারে বলে মনে করছেন গবেষকরা। বার্নিশ করার সময় তার আঙুলের ছাপটি কফিনের ঢাকনায় থেকে যায়।
কফিনে থাকা মৃতদেহটি নেসাওয়েরশেফিট নামে একজন পুরোহিতের বলে মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে। ওই পুরোহিত নেস-আমুন নামেও বিশেষ পরিচিত ছিলেন। তিনি মারা যান এক হাজার খ্রিষ্টপূর্বাব্দে। ‘ডেথ অন দ্য নীল’ নামে প্রত্নতত্ত্ববিদদের একটি সংগঠন নতুন এ পরীক্ষা শুরু করে।
মিউজিয়ামের সংরক্ষণ বিভাগের প্রধান জুলি ডসন বিবিসিকে বলেন, গবেষকরা ২০১৫ সালে প্রথম আঙুলের ছাপটি আবিষ্কার করেন, পরীক্ষা-নীরিক্ষা ছাড়া এর আগে এটি ব্যাপকভাবে প্রকাশ করা হয়নি।
আঙুলের এই ছাপটি ‘মানব স্পর্শ ও আচমকা’ ঘটনা আখ্যায়িত করে তিনি বলেন, ‘এই আবিষ্কার কফিন তৈরির প্রাচীন কারিগরদের খুব কাছে নিয়ে যাবে আমাদের।’
নেস-আমুনের কফিনটি ছিল বিশ্বের অন্যতম সুদৃশ্য কফিনের একটি। এটির সংরক্ষণব্যবস্থাও ছিল অভাবনীয়। কফিনটি এক্স-রেডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে কফিনের ঢাকনাটির সিটি স্ক্যানও করা হয়েছে।
জুলি ডসন বলেন, গবেষকরা কফিনের ভেতরটি নানা রকম কাঠ দিয়ে নকশা করা আছে। এ থেকে বোঝা যায়, কাঠও ছিল সে সময়ের বহুমূল্যবান পণ্য। কাঠ-খোদাই কারিগররা এ কাজে ছিল বেশ দক্ষ।
কফিনটির রেডিওগ্রাফি ও স্ক্যানিং করে বোঝা গেছে, প্রাচীনকালে কীভাবে কফিনকে সংরক্ষণ করা হতো। ওটি নবম শতকের লোহা দিয়ে তৈরি গৃহস্থালী পণ্যের সঙ্গে অনেকটা মিল রয়েছে।
তথ্যসূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইন।
রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৬/রহমান
No comments:
Post a Comment