সালতামামি ২০১৫ (আন্তর্জাতিক)
গত বছরের ২৪ নভেম্বর আকাশপথ লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার সুকোই সু-২৪এম বিমান ভূপাতিত করে তুরস্ক। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনাকে রাশিয়ার পিঠে ছুরিকাঘাত অভিহিত করে বলেন, ‘এজন্য তুরস্ককে একাধিকবার মূল্য দিতে হবে।’ (ছবি- সংগৃহীত)
ছোট একটি শিশুর নিথর, প্রাণহীন দেহ পড়ে আছে ইজিয়ান সাগরের তীরে। গৃহযুদ্ধকবলিত সিরিয়ার বাসিন্দা আইলান কুর্দি বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাবার পথে দুর্ঘটনায় নৌকাডুবিতে মারা যায়। এমনই একটি ছবি সারা বিশ্বে শরণার্থী সংকটের প্রতিচ্ছবি হয়ে ব্যাপক আলোড়ন তুলেছিল (ছবি- সংগৃহীত)
গত বছরের ২৫ এপ্রিল নেপালের লামজংয়ে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির ওই এলাকা ও রাজধানী কাঠমান্ডুর অনেক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ভূমিকম্পে মারা যায় ৯ হাজারের বেশি মানুষ (ছবি- সংগৃহীত)
গত বছরের ২৪ সেপ্টেম্বর হজের সময় সৌদি আরবের মিনায় পদদলিত ও দম বন্ধ হয়ে ২ হাজার ২৩৬ জন পূণ্যার্থী মারা যান
No comments:
Post a Comment