Sunday, 14 February 2016

World famous memory !

সালতামামি ২০১৫ (আন্তর্জাতিক)
  • গত বছরের ২৪ নভেম্বর আকাশপথ লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার সুকোই সু-২৪এম বিমান ভূপাতিত করে তুরস্ক। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনাকে রাশিয়ার পিঠে ছুরিকাঘাত অভিহিত করে বলেন, ‘এজন্য তুরস্ককে একাধিকবার মূল্য দিতে হবে।’গত বছরের ২৪ নভেম্বর আকাশপথ লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার সুকোই সু-২৪এম বিমান ভূপাতিত করে তুরস্ক। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনাকে রাশিয়ার পিঠে ছুরিকাঘাত অভিহিত করে বলেন, ‘এজন্য তুরস্ককে একাধিকবার মূল্য দিতে হবে।’ (ছবি- সংগৃহীত)
  • ছোট একটি শিশুর নিথর, প্রাণহীন দেহ পড়ে আছে ইজিয়ান সাগরের তীরে। গৃহযুদ্ধকবলিত সিরিয়ার বাসিন্দা আইলান কুর্দি বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাবার পথে দুর্ঘটনায় নৌকাডুবিতে মারা যায়। এমনই একটি ছবি সারা বিশ্বে শরণার্থী সংকটের প্রতিচ্ছবি হয়ে ব্যাপক আলোড়ন তুলেছিলছোট একটি শিশুর নিথর, প্রাণহীন দেহ পড়ে আছে ইজিয়ান সাগরের তীরে। গৃহযুদ্ধকবলিত সিরিয়ার বাসিন্দা আইলান কুর্দি

No comments:

Post a Comment