Monday, 22 February 2016

Sonjoy free

আগামী পরশু ছাড়া পাচ্ছেন সঞ্জয়

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
Published:23 Feb 2016   01:19:13 PM   Tuesday   ||   Updated:23 Feb 2016   01:30:15 PM   Tuesday
সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : ১৯৯৩ সালে মুম্বাই সন্ত্রাসী হামলা মামলায় জড়িত থাকার অপরাধে বর্তমানে পুনের ইয়েরওয়াড়া জেলে কারাভোগ করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। দীর্ঘদিন কারাভোগ শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন এ অভিনেতা। সকাল ৯টায় তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

এ তারকার মুক্তি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে একটি ছোট অনুষ্ঠানের আয়োজনের আবেদন করা হয়েছিল। কিন্তু প্রচুর ভক্ত এবং মিডিয়ার আনাগোনা হতে পারে তাই নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করেছে জেল কর্তৃপক্ষ।

২০১৩ সালের মে মাস থেকে সাজা শুরু হয় অস্ত্র আইনে দোষী সাব্যস্ত ৫৬ বছর বয়সি সঞ্জয় দত্তের। তারপর থেকে তিনি ১৪৬ দিন জেলের বাইরেই কাটিয়েছেন। সেই বছরের অক্টোবরে ১৪ দিনের জন্য ছাড়া পেয়েছিলেন সঞ্জয় দত্ত। তারপর ২০১৪ সালের জানুয়ারিতে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পান । পরে ৩০ দিন বেড়ে হয় ৬০ দিন। ২০১৪ সালের ডিসেম্বরে ফের ১৪ দিন জেলের বাইরে কাটান তিনি। কিন্তু সংবাদমাধ্যমের সমালোচনায় সেই মেয়াদ আর বাড়ানো হয়নি। তারপর চলতি বছরের আগস্টে আবারো ৩০ দিনের জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন তিনি।

সেই মাসেই আবার নিজের পিসির মৃত্যুর জন্য প্যারোল চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু জেল কর্তৃপক্ষ তার আবেদন নামঞ্জুর করেছিলেন। অবশ্য সেপ্টেম্বরেই আবার তার মেয়ের নাকের সার্জারি করানোর জন্য প্যারোলে ছাড়া পেয়েছিলেন এ অভিনেতা। এরপর থেকেই তিনি কারাগারে আছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৬/মারুফ/শান্ত

No comments:

Post a Comment