Saturday, 20 February 2016

VAT withdraw on computer goods

কম্পিউটার পণ্যে ভ্যাট প্রত্যাহার

এম এ রহমান : রাইজিংবিডি ডট কম
Published:21 Feb 2016   04:11:21 AM   Sunday   
ফাইল ফটো

ফাইল ফটো

অর্থনৈতিক প্রতিবেদক : কম্পিউটারের বিভিন্ন পণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

গত ১৭ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। এনবিআরের একটি সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব পণ্যে ওই সুবিধা দেওয়া হয়েছে সেগুলো হলো —কম্পিউটার প্রিন্টার, প্রিন্টারের জন্য টোনার/ইঙ্কজেট কারট্রিজ ও প্রিন্টারের অন্যান্য যন্ত্রাংশ; কম্পিউটার এবং কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; মডেম, ইথারনেট কার্ড, নেটওয়ার্ক সুইচ, হাব ও রাউটার; ডেটাবেজ, অপারেটিং সিস্টেম, ডেভেলপমেন্ট টুলস, অন্যান্য ম্যাগনেটিক মিডিয়া, আনরেকর্ডেড অপটিক্যাল মিডিয়া, অ্যান্টি ভাইরাস ও নিরাপত্তা সফটওয়্যার, ফ্ল্যাশ মেমোরি কার্ড অথবা একই রকম কার্ড, প্রক্সিমিটি কার্ড ও ট্যাগ; ডেটা প্রসেসিং সিস্টেমে ব্যবহৃত কম্পিউটার মনিটর, ২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর এবং কম্পিউটার প্রিন্টারের রিবন।

প্রজ্ঞাপনে কম্পিউটারের ওই পণ্যগুলোর বিষয়ে বলা হয়েছে, ‘বর্ণিত পণ্যসমূহের ওপর আরোপীয় আমদানি শুল্ক, যে পরিমাণে মূল্যভিত্তিক ২%-এর অতিরিক্ত হয় সেই পরিমাণ, সমুদয় সম্পূরক শুল্ক (যদি থাকে) ও সমুদয় মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল।’

১৯৯৮-৯৯ অর্থবছরে কম্পিউটার পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু খুচরা পর্যায়ে ভ্যাটের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বিধি ছিল না। কম্পিউটার পণ্য বিক্রেতারা ‘প্যাকেজ ভ্যাট’ হিসেবে বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আসছিলেন।

চলতি অর্থবছরের শুরুতে প্যাকেজ ভ্যাটের পরিবর্তে ৪ শতাংশ হারে ভ্যাট সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পরিপ্রেক্ষিতে ভ্যাট আরোপের বিষয়ে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দেওয়া হয়। এ সিদ্ধান্তে কম্পিউটার ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৬/এম এ রহমান/উজ্জল

No comments:

Post a Comment