Sunday, 28 February 2016

Vote for Bangladesh to WSIS

ডব্লিউএসআইএস পুরস্কার: আপনি ভোট দিলে বাংলাদেশের হ্যাটট্রিক

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:28 Feb 2016   03:07:26 PM   Sunday   ||   Updated:28 Feb 2016   04:48:35 PM   Sunday
ডব্লিউএসআইএস পুরস্কার: আপনি ভোট দিলে বাংলাদেশের হ্যাটট্রিক
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : আইসিটি সেক্টরে বিশ্বের সম্মানজনক পুরস্কার হিসেবে পরিচিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)’ অ্যাওয়ার্ড।

বিগত দুই বছর দেশের মানুষের ভোটে ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ। আর তাই এবার বাংলাদেশের সামনে হ্যাটট্রিকের সুযোগ।

এ বছরও বাংলাদেশের ৪টি উদ্যোগ তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সন্মানজনক ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড-২০১৬ এর জন্য মনোনীত হয়েছে।

উদ্যোগগুলো যথাক্রমে, ‘সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস (ক্যাটাগরি-০৬)’, ‘পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র (ক্যাটাগরি-০৭)’, ‘শিক্ষক বাতায়ন (ক্যাটাগরি-০৯)’ এবং ‘কৃষকের জানালা (ক্যাটাগরি-১৩)।’

প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরফেশন (এটুআই) প্রোগ্রাম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতায় লড়াই করে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য দেশের মানুষদের ভোট দরকার।’

সুতরাং আপনার একটি ভোট পারে বাংলাদেশকে চূড়ান্ত বিজয়ী করতে। বাংলাদেশকে হ্যাট্রিক করাতে। ভোট দেয়ার জন্য আপনার একটা ই-মেইল অ্যাকাউন্টই যথেষ্ট।

ভোট দেওয়ার নিয়মাবলী জানতে ক্লিক করুন https://goo.gl/ahMTJO লিংকে। ভোট দেয়ার লিংক http://goo.gl/4fRVNh। ভোট দিতে হবে ১০ মার্চের মধ্যে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment