Sunday, 21 February 2016

Planet vs discover

মঙ্গল গ্রহে পিস্তল!

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:21 Feb 2016   05:27:28 PM   Sunday   ||   Updated:21 Feb 2016   06:28:26 PM   Sunday
মঙ্গল গ্রহে পিস্তল!
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, সে বিষয়ে অনেক বছর ধরেই গবেষণা চলছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ বিষয়ে গবেষণা চালাচ্ছে।

তবে মঙ্গল গ্রহে বর্তমানে ভিনগ্রহের কোনো প্রাণীর বসবাস রয়েছে, এমন প্রমাণ নাসা তাদের গবেষণায় না পেলেও, ইউএফও গবেষকরা এ ব্যাপারে নাসার সঙ্গে একমত নয়। কেননা বরাবরই ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে ভিনগ্রহী প্রাণীদের বসবাস ছিল কিংবা এখনো রয়েছে বলে দাবী করে আসছে।

মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য ২০১২ সাল থেকে গ্রহটিতে কাজ করছে নাসার বিশেষ রোবটযান কিউরিসিটি রোভার। শক্তিশালী এই রোবটযানটি মঙ্গল গ্রহে নানা অনুসন্ধান চালাচ্ছে এবং একের পর এক ছবি পাঠাচ্ছে।

মজার ব্যাপার হচ্ছে, নাসার প্রকাশিত কিউরিসিটি রোভারের পাঠানো ছবিগুলো বিশ্লেষণ করেই, ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের দাবী করে আসছে।

ইতিমধ্যে মঙ্গল গ্রহে বিভিন্ন ধরনের প্রাণীর জীবাশ্ম, মূর্তি, কামান, চামচ, কবর, মমিসহ একের পর এক নানা কিছু দেখার দাবি করেছেন বিভিন্ন ইউএফও গবেষকরা।

এবার একদল ইউএফও গবেষক, মঙ্গল গ্রহে পিস্তল দেখার দাবী করেছেন। শুধু তাই নয়, পিস্তলটির কিছুটা দূরে একটি বস্তুকেও দেখা গেছে, যেটাকে কোনো মহাকাশ যানের ধ্বংসাবশেষ বলে দাবী করা হয়েছে। ২০১৪ সালের কিউরিসিটি রোভারের তোলা ছবি বিশ্লেষণ করে, এই দাবী করা হয়েছে।

তবে অনেকে এই দাবীর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। আশেপাশে ছড়িয়ে থাকা অন্যান্য শিলাগুলোর মতো পিস্তলটিও একটি শিলা বলেই মনে করছেন অনেকে।



এদিকে ২০১৩ সাল থেকে ইউএফও গবেষকরা মঙ্গল গ্রহের ছবি বিশ্লেষণ করে প্রাণের অস্তিত্ব বিষয়ে নানা কিছু দেখার দাবি করে আসলেও, তাদের একের পর এক এসব দাবীর ব্যাপারে নাসা বরাবরই নীরব। ফলে বিতর্ক থেকেই যাচ্ছে।

অন্যদিকে ২০৩০ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহে বসবাসের জন্য মানুষ পাঠানোর জন্য ইতিমধ্যেই নানা উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে নাসার বিজ্ঞানীরা।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment