প্রকৃতিতেও আছে ভালোবাসার চিহ্ন! (ভিডিও)
ইবনে মিজান : রাইজিংবিডি ডট কম
Published:14 Feb 2016 12:01:32 AM Sunday

প্রতীকী ছবি
ভালোবাসা অনুভূতি ও আবেগের এমন একটি বিষয়, যার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কেবল নানা রকম বহিঃপ্রকাশ রয়েছে। বলা হয়ে থাকে, ভালোবাসা মানুষের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত।
আর তাই ভালোবাসার প্রতীক যে হৃদয় চিহ্ন (♡), সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। হৃদয় বা হার্টের আকার কিছুটা ‘♡’ এরকম হওয়ায়, চিহ্নটি ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত হয়।
১৩-১৪ শতকে এ ধরনের চিহ্নের প্রথম প্রচলন শুরু হয় এবং ১৫ শতকে এটি কিছুটা পরিমার্জিত হয় এবং ১৬ শতকে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে।
তবে বিস্ময়কর ব্যাপার হলো, ভালোবাসার প্রতীক ‘হৃদয় চিহ্ন’ পৃথিবীর বুকে প্রাকৃতিকভাবেও সৃষ্টি হয়েছে। এই চিহ্ন প্রকৃতিতে ফুটে উঠেছে কখনো পাহাড়ের পাথরের ভিতর, কখনো আবার জেগে উঠেছে নদীর বুকে, কখনো আবার চিরসবুজ মাঠে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রকৃতির বৃকে সৃষ্ট ভালোবাসার ‘হৃদয় চিহ্ন’ দেখতে নিচের ভিডিওটি দেখুন।
ভিডিও :
http://www.risingbd.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/147160
রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment