Sunday, 14 February 2016

Zarbara flower vs Valentines day

আজিজের জারবেরার কাছে গোলাপের হার

আনোয়ার হোসেন শাহীন : রাইজিংবিডি ডট কম
Published:14 Feb 2016   10:35:36 PM   Sunday   ||   Updated:15 Feb 2016   10:48:13 AM   Monday
নিজের ফুলখেতে জারবেরা চাষি আবদুল আজিজ

নিজের ফুলখেতে জারবেরা চাষি আবদুল আজিজ

মাগুরা প্রতিনিধি : ভালোবাসা দিবসে সবার পছন্দ গোলাপ। ব্যবসায়ীদের গোলাপের মজুদ ছিল অনেক বেশি। কিন্তু ‘গোলাপ’কে হার মানাল ‘জারবেরা। দিনভর তাদের মধ্যে যুদ্ধ চলেছে। শেষ পর্যন্ত জয় জারবেরার। তাতে অবশ্য খানিকটা অখুশি বিক্রেতারা। কিন্তু একজন খুশি। তিনি হচ্ছেন আব্দুল আজিজ।

মাগুরা সদরের বেলনগর গ্রামের এই কৃষক প্রথমবারের মতো অর্থকরী ফুল জারবেরো চাষ করে সাড়া ফেলে দিয়েছেন। ভালোবাসা দিবসে ১৮টি রঙের জারবেরায় মাত করেছেন মাগুরা ও আশপাশের ফুলের বাজার। একদিনেই তিনি বিক্রি করেছেন লাখ টাকার ফুল।

দুই একর জমিতে অর্থকরী ফুল জারবেরা চাষ করে সফল হয়েছেন মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আব্দুল আজিজ। প্রতিমাসে তিনি কমপক্ষে এক লাখ টাকার ফুল বিক্রি করছেন। ফুল চাষে তার এই সাফল্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতে এলাকার অনেকেই লাভজনক এই ফুলের চাষে আগ্রহ দেখাচ্ছেন।

আবদুল আজিজ জানান, মাগুরা সদরের বেলনগর মাঠে ঢাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নূর আলম খানের মালিকানাধীন  দুই একর জমিতে ৪ বছর আগে তিনি জারবেরা ফুল চাষ শুরু করেন। ভারত থেকে আনা বিদেশি এ ফুলের চারা প্রথমে তিনি বেনাপোল থেকে সংগ্রহ করেন। প্রতিটি ৮০ থেকে ৯০ টাকা দরে কেনা এ চারা পর্যায়ক্রমে তিনি দুই একর জমিতে ১০টি শেডে রোপণ করেন। জারবেরা চাষে শুধু প্রাকৃতিক ও কম্পোজ সার এবং প্রয়োজন মত পানি দিয়ে নিয়মিত পরিচর্যা করতে হয়। রাসায়নিক সার না লাগায়  এ ফুল চাষে খরচ একদম কম।

একটি গাছ থেকে বছরে প্রায় শতাধিক ফুল ফোটে। আজিজের জমিতে বর্তমানে লাল, সাদা, হলুদ, গোলাপী, খয়েরিসহ ১৮টি রংয়ের ফুল রয়েছে। চারা লাগানোর পর বিগত তিন বছর থেকে তিনি স্থানীয় বাজারসহ ঢাকার বাজারে জারবেরা ফুল সরবরাহ করে আসছেন।  জমি থেকে প্রতিটি ফুল তিনি ৮ থেকে ১০ টাকায় বিক্রি করেন। যা ঢাকায় ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হয়।

২ একর জমি থেকে বর্তমানে প্রতিমাসে তিনি কমপক্ষে এক লাখ টাকার ফুল বিক্রি করছেন। গতানুগতিক ফসল চাষের চেয়ে জারবেরা ফুল চাষ করে তিনি অনেক লাভবান হয়েছেন। ঢাকাসহ সারাদেশে বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে দিন দিন জারবেরা ফুলের ব্যবহার বাড়ছে। এ ফুলের ব্যাপক ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে এলাকার অনেকেই আজিজের জারবেরা বাগানে ছুটে আসছেন। আগ্রহ দেখাচ্ছেন এই ফুল চাষে।


আবদুল আজিজের জারবেরা খেত

মাগুরা হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা কৃষিবিদ আমিরুল ইসলাম বলেন, বর্তমানে জেলায় কৃষকরা ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। গতানুগতিক চাষ ছেড়ে তারা ফুল চাষে আগ্রহী হচ্ছেন। হর্টিকালচার সেন্টার থেকে তারা নতুন নতুন দেশি বিদেশি ফুলের চারা সংগ্রহ করছেন। সদর উপজেলায় এ বছর প্রায় ২০ একর জমিতে ফুল চাষ হয়েছে।

সরস্বতী পুজো তার উপরে পরের দিন ভ্যালেন্টাইনস ডে। ফুলের  চাহিদা তুঙ্গে উঠবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না কারও। তবে নতুন ফুল জারবেরার সব ধারণা পাল্টে দিয়েছে।

মাগুরার সরকারি  হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী সুবর্ণা জানান, নানা রঙের নতুন ফুল জারবেরা সবাইকে মাত করেছে। অনেকে গোলাপ রেখে প্রিয়জনকে এই ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন।




রাইজিংবিডি/মাগুরা/১৪ ফেব্রুয়ারি ২০১৬/আনোয়ার হোসেন শাহীন/রিশিত

No comments:

Post a Comment