Tree man diseases
ট্রি-ম্যানের’ সফল অস্ত্রোপচার
আরিফ সাওন : রাইজিংবিডি ডট কম
Published:20 Feb 2016 09:48:22 AM Saturday || Updated:20 Feb 2016 03:16:03 PM Saturday

‘ট্রি-ম্যান’ আবুল বাজনদার (ফাইল ফটো)
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক রায়হানা আউয়াল ও অধ্যাপক মো. সাজ্জাদ খন্দকারসহ ৯ সদস্যের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করেন। এই নয় সদস্য ছাড়া এ অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ অধ্যাপক কবীর চৌধুরী। আরো ছিলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন।
অস্ত্রোপচার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম বলেন, ‘প্রথম অস্ত্রোপচারে তার ডান হাতের দুটি আঙুল (বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি) থেকে গাছের মতো শিকড় কাটার কথা ছিল। কিন্তু পরিস্থিতি ভালো হওয়ায় তার ডান হাতের পাঁচটি আঙুলে অস্ত্রোপচার করা হয়। আমরা সফলভাবে তার অস্ত্রোপচার করেছি।’
চিকিৎসকরা বলেন, ‘জটিল এ অপারেশন ছুরি দিয়ে করা সম্ভব নয় বলে ডায়োথার্মিক মেশিনের মাধ্যমে তার অস্ত্রোপচার করা হয় এবং এলএলটি প্রযুক্তিতে ড্রেসিং করা হয়। তাকে পুরো অজ্ঞান করা হয়নি। তার হাতটি শুধু অবশ করা হয়। একবার অবশ করলে দেড় ঘণ্টা অবশ থাকে। তার হাত দুইবার অবশ করা হয়। কারণ, মূল অস্ত্রোপচারে দুই ঘণ্টা সময় লেগেছে। প্রথমবার অবশ করে দেড় ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। এরপর আবার অবশ করে আধাঘণ্টা অস্ত্রোপচার করা হয়। তাকে সকাল সাড়ে ৯টায় অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ১০টা ৪০ মিনিটে অস্ত্রোপচার শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়।’
তিনি আরো বলেন, ‘তিন সপ্তাহ পর আবুলের অবস্থা বুঝে আবার পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করি ছয় মাসের মধ্যে তাকে পুরোপুরি সুস্থ্য করা সম্ভব হতে পারে। এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। এর আগে অপর বৃক্ষমানবের অপারেশন ১৪ বার করা হলেও আবুলের ক্ষেত্রে কম অস্ত্রোপচার দরকার হবে। তবে যতদিনই লাগুক ততদিনই আবুল এখানেই থাকবে। কারণ সে এতো দরিদ্র যে, তাকে খুলনা পাঠালে সে আর আসতে পারবে না।’
আবুলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘আবুলের স্ত্রী, মেয়ে, মা ও বাবা রয়েছে। তাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। বিত্তবানরা যদি একটু সহযোগিতা করেন তাহলে আবুলের পরিবার একটু ভাল থাকতে পারবে।’
অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটারের বাইরের আবুলের বাবা মানিক বাজনদার, মা আমেনা বেগম, স্ত্রী হালিমা আকতার ও তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন। তারা আবুলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৬/আরিফ সাওন/শাহনেওয়াজ
No comments:
Post a Comment