১০৬ বছরের বৃদ্ধার সঙ্গে ওবামার নাচ (ভিডিও)
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:22 Feb 2016 05:33:13 PM Monday || Updated:22 Feb 2016 07:54:17 PM Monday

আনন্দের আতিশয্যে হাতের ছড়িটি শুন্যে তুলে নাচতে শুরু করলেন ম্যাকলরিন। আর সেই ভিডিও ইতিমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।
রোববার রাতে হোয়াইট হাউজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ম্যাকলরিন দুই হাত প্রসারিত করে ওবামাকে স্বাগত জানান। তিনি ওবামাকে বলেন, ‘এটা আমার জন্য বিরাট সম্মান’।
কৃষ্ণাঙ্গদের ইতিহাসের মাস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে হোয়াইট হাউজে গিয়েছিলেন ম্যাকলরিন।
আলাপচারিতার একপর্যায়ে ম্যাকলরিনের কাছে ওবামা জানতে চান, সে তার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে দেখা করতে চায় কি না। এতে সানন্দে রাজী হন ম্যাকলরিন। এই বৃদ্ধার বয়স ১০৬ বছর এটা ফার্স্ট লেডি মিশেল কিছুতেই বিশ্বাস করছিলেন না। একপর্যায়ে মিশেল তাকে বলেন, ‘বয়স হলে আমিও ঠিক আপানার মত হতে চাই।’ জবাবে ম্যাকলরিন বলেন, ‘হ্যা, আপনি হতে পারবেন।’
ভিডিও :
http://www.risingbd.com/%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%AC-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/148438
রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৬/শাহেদ
No comments:
Post a Comment