South city Mayor sing a song
গান গাইলেন সাঈদ খোকন
মিথুন : রাইজিংবিডি ডট কম
Published:14 Feb 2016 03:25:19 PM Sunday || Updated:14 Feb 2016 05:08:10 PM Sunday

‘প্রাণসখা ঢাকা’ কর্মসূচিতে গান গাইলেন মেয়র সাঈদ খোকন
রোববার দুপুরে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে ব্যান্ড দল ‘জলের গান’ যখন মঞ্চে উঠে গান পরিবেশন করছিল, তখন সাঈদ খোকন মঞ্চে ওঠেন এবং ‘ও প্রাণ সখা, আমার প্রিয় ঢাকা, আমি তোমায় ভালবাসি’, এই গানের কয়েকটি লাইন গেয়ে শোনান। দর্শকদেরও অনুরোধ করেন তার সঙ্গে গাইতে।
এর আগে সকাল ১০টায় মেয়র সাঈদ খোকন ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সাঈদ খোকন দর্শক সারিতে গিয়ে সবার সঙ্গে ভালোবাসার দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানের সহযোগিতা করছে চ্যানেল আই, গ্রামীণফোন তৃতীয় মাত্রা ও অরিয়ন গ্রুপ। অনুষ্ঠানের শুরুতে থিম সং ‘ঢাকা আমার ঢাকা, প্রাণসখা ঢাকা’ পরিবেশন করে ব্যান্ড দল জলের গান।
এরপর অনুষ্ঠানের উদ্যোক্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন অন্যান্য অতিথিদের নিয়ে মঞ্চে উপস্থিত হয়ে ঢাকাকে ভালোবাসার কথা জানান। তারপর নাচ, গান ও কবিতার মধ্যদিয়ে শুরু হয় মূলপর্ব।
রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর মঞ্চে আসেন নবীন সংগীত শিল্পী মম। নৃত্য পরিবেশন করেন তুষার ও তার দল। কবিতা আবৃত্তি করেন জনপ্রিয় অভিনেতা শিমুল মুস্তাফা, নির্মাতা আফজাল হোসেন।
এরপর শুরু হয় দেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর ভালোবাসার গানের কনসার্ট। একে একে দর্শকদের হৃদয় মাতাচ্ছেন ‘শিরোনামহীন’ ও জেমসের ‘নগর বাউল’। এ ছাড়া শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ঢাকা রংতুলিতে আঁকা’ অনুষ্ঠিত হবে। জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় অংশ নেবে প্রায় শতাধিক শিশু।
এ ছাড়া আগত দর্শকদের ভালোবাসার কথা জানান দেওয়ার জন্য রয়েছে ‘রাইট ইউ ঢাকা বোর্ড’। আরো রয়েছে পুরনো ও নতুন ঢাকার ফটোগ্রাফ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।
ভালোবাসার বিশেষ দিনে ঢাকাকে ভালোবাসার কথা জানান দেওয়ার এটিই প্রথম উদ্যোগ। এটি যেন শুধু একদিনের অনুষ্ঠান না হয়ে বছরব্যাপী সচেতনতা দিয়ে ঢাকাকে ভালোবেসে বিশ্বের মাঝে সেরা শহর হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র।
রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৬/মিথুন/সাইফুল
No comments:
Post a Comment