Saturday, 13 February 2016

Some love never finish

কিছু ভালোবাসা শেষ হয় না (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:13 Feb 2016   05:47:15 PM   Saturday   ||   Updated:13 Feb 2016   05:58:47 PM   Saturday
কিছু ভালোবাসা শেষ হয় না (ভিডিও)
লাইফস্টাইল ডেস্ক : ‘আই লাভ ইউ’- এটা শুধু একটা শব্দগুচ্ছ নয়, এটার মানে কথা একজন মানুষকে দেয়া প্রতিশ্রুতি যা কখনো কখনো সারাজীবনের জন্য।

যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন তার কাছে আপনার হৃদয় অর্পিত করেন। মানুষ সবসময়ই প্রেমে পড়ে কিন্তু সত্যিকারের ভালোবাসার মানে হচ্ছে, সারাজীবন ভালোবাসার প্রতিশ্রুতি। ভালোবাসা এমন একটা আবেগ, যা জীবনের শেষ দিক পর্যন্ত সঙ্গে থাকে। কিছু ভালোবাসা আসলে শেষ হয় না।

নিচের ভিডিওতে দেখুন, এমনই একটি ভালোবাসার গল্প। বয়স্ক এক ব্যক্তি জীবনের ৬৩টি বছর দাম্পত্য জীবন শেষে, না ফেরার দেশে চলে যাওয়া তার স্ত্রীর প্রতি বর্তমানেও প্রতিটা ভালোবাসা দিবস, সেই আগের মতোই কীভাবে প্রদর্শন করে চলেছে।


মিচেল বাজি জনসন এর খুব বিখ্যাত একটা উক্তি রয়েছে, ‘একজন মানুষের সঙ্গে সারাজীবন থাকা মানে আরো উন্নত কারো কাছ থেকে নিজেকে বঞ্চিত করা নয়। এর মানে হচ্ছে, আপনি আপনার সারাজীবনের নির্ভরশীল মানুষটিকেই খুঁজে পেয়েছেন।’

 http://www.risingbd.com/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/147125


রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment