Sunday, 14 February 2016

Valentine day in Dhaka

ভালোবাসার বন্ধনে মিলেছে সবে

ইয়ামিন : রাইজিংবিডি ডট কম
Published:14 Feb 2016   11:07:10 AM   Sunday   ||   Updated:14 Feb 2016   11:30:45 AM   Sunday
ভালোবাসার রঙে এভাবেই রঙিন হয়েছে সবাই (ছবি : শাহীন ভূঁইয়া)

ভালোবাসার রঙে এভাবেই রঙিন হয়েছে সবাই (ছবি : শাহীন ভূঁইয়া)

আবু বকর ইয়ামিন : ‘ভালোবাসা’ একটি মিষ্টি শব্দ। এত সুন্দর আর কোনো শব্দ অভিধানে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। অমলিন ভালোবাসা তো প্রতিদিনেরই। তবু একটি বিশেষ দিন থাকলে মন্দ কী? তার জন্যই হয়তো ১৪ ফেব্রুয়ারিকে বিশেষ দিন হিসেবে বেছে নিয়েছে বিশ্ববাসী। প্রিয়জনকে কাছে রেখে সবাই সুদৃঢ় বন্ধনে, শৃঙ্খলায়, উচ্ছ্লতায় একটু সময় কাটায় বিশেষ এ দিনে।

মেয়েটির পরনে লাল শাড়ি, মাথায় হলুদ-লাল ফুল, মালা, হাতে-খোঁপায়ও ফুল; ছেলেটির গায়ে লাল পাঞ্জাবি। কারো কারো মুখে আঁকা রঙিন নকশা। মুখে হাসি, চলনে উচ্ছ্বাস। এভাবেই দলে দলে তরুণ-তরুণী, বন্ধু-বান্ধবীদের হাতে হাত রেখে নিরুদ্দেশ সারা দিন ঘুরে বেড়ানো। তবু নেই তার সমাপ্তি।

রোববার বিশ্ব ভালোবাসা দিবসে সকাল থেকেই ভালোবাসার রঙে এভাবেই রঙিন হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো রাজধানী।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন পরিণত হয়েছে তরুণ-তরুণীদের প্রাণকেন্দ্র। সকালের সূর্য পূর্ব আকাশে ফুটে উঠতেই ইট-পাথরের শহুরে জীবন থেকে মুক্তি নিতে সবাই ছুটে আসে ঢাকার মাঝে একচিলতে সবুজ ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ।

ভালোবাসার মহত্ত্ব বুঝে সকলে তার প্রিয়জনকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে দিনটিতে। কেউ বাবা-মা, কেউ স্বামী-স্ত্রী, কেউ আবার বন্ধু-বান্ধবীদের সঙ্গে, আবার কেউ প্রিয় ব্যক্তির সঙ্গে উচ্ছ্লতায় সময় কাটায় দিনটিতে। তবে তরুণ-তরুণীরা একটু ঘটা করেই পালন করে থাকে দিনটিকে।

যদিও মানুষের প্রতিটি দিনই ভালোবাসার, তবু বিশেষ দিন বলে কথা। এ দিনটিকে ঘটা করে ভালোবাসার মানুষটিকে সময় দেন বিশেষ আয়োজনে। প্রিয় মানুষটির সঙ্গে আনন্দ-উল্লাসে কাটান সারাটি দিন। মনের খুশিতে ঘুরে বেড়ান এদিক থেকে ওদিক। তবু যেন ফুরোয় না ঘুরে বেড়ানোর সাধ। তবে প্রিয়জনকে কাছে পাওয়ার সময়টা ফুরিয়ে যায় দ্রুত। মনে হয় যেন ক্ষণিকের জন্য ঘুরে বেড়িয়েছেন তারা। ভাবনা, এ দিন যদি শেষ না হয়!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, অপরাজেয় বাংলা, বটতলা, হাকিম চত্বর, ভিসি চত্বর, ফুলার রোড, ক্যাম্পাস শ্যাডো, বিবিএ অনুষদের সবুজ চত্বর, কার্জন হল, মুহসীন হল মাঠ সবই যেন পরিণত হয়েছে তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকাদের মিলনমেলায়।

সরেজমিন দেখা যায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তরুণ-তরুণীরা ঘুরতে বেরিয়েছেন তাদের প্রিয় ব্যক্তির সঙ্গে। এক হাতে হাত। অন্য হাতে গোলাপ। অনেকে একসঙ্গে উপভোগ করেছেন ক্যাম্পাসের নানা দৃশ্য, বিভিন্ন সংগঠনের আয়োজিত নানা অনুষ্ঠান। ভালোবাসার প্রিয় মানুষটির সঙ্গে ভ্যালেনটাইনের স্মৃতি ফ্রেমে বন্দি করে রাখতে ক্যামেরা বা মোবাইল ফোনে ছবি ওঠানোর ধুম দেখা যায় সর্বত্র। বিভিন্ন স্থানে, বিভিন্ন ভঙ্গিতে প্রিয় মানুষটির সঙ্গে একই ফ্রেমে বন্দি হতে ভুল করেননি কেউই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা রোমানা আক্তার বলেন, ‘আজ একটি বিশেষ দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দিন ওর (প্রেমিক) সঙ্গে ক্যাম্পাসে ঘুরব। এই শহুরে জীবনে তারুণ্যের কোনো উৎসবের প্রাণকেন্দ্র বলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বুঝি। তাই এখানেই ঘুরতে আসা।’

সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন মুহিবুল্লাহ হাসান। তিনি বলেন, ‘এটি আমার প্রিয় ক্যাম্পাস। চার বছর আগে ক্যাম্পাস ছাড়লাম। তবু ক্যাম্পাসের প্রতিটি কণা আমার স্মৃতিপটে নাড়া দেয়। তাই প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে সারা দিনই ক্যাম্পাস ঘুরে বেড়াব। বিকেলে বইমেলায় যাব।’

এদিকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রেমবঞ্চিত’ শিক্ষার্থীদের একটি দল। এর এক সদস্য মুজাহিদ বলেন, ‘ভালোবাসা এক দিনের নয়। এটি প্রতি মুহূর্তের, প্রতিদিনের। একটি বিশেষ দিনে ভালোবাসা পালন করা প্রহসনের শামিল। তা ছাড়া কেউ প্রেম করবে কেউ করবে না, তা হবে না তা হবে না। এই প্রহসনের প্রেম-ভালোবাসা আমরা চাই না।’

নিরাপত্তার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, ‘ভালোবাসা দিবসকে ঘিরে ক্যাম্পাসে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে সঠিক তদারকির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের বিশেষ টিম এ বিষয়ে কাজ করবে।’




রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৬/ইয়ামিন/সাইফুল/ এএন

No comments:

Post a Comment