টাইগারদের কাছে সিংহ ধরাশায়ী : প্রধানমন্ত্রী
এনআর : রাইজিংবিডি ডট কম
Published:01 Mar 2016 01:44:55 AM Tuesday || Updated:01 Mar 2016 10:53:49 AM Tuesday

সোমবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কি না পারে। শ্রীলংকার মতো একটি দেশ, যারা সিংহল দ্বীপের আর আমরা রয়েল বেঙ্গল টাইগার। রয়েল বেঙ্গল টাইগাররা সিংহল দ্বীপের সিংহকে ধরাশায়ী করেছে। খেলাধুলায় আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের দুই কন্যা মাবিয়া ও শিলা স্বর্ণ জয় করেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ফুটবল সেখানেও আমরা এগিয়ে যাচ্ছি। কাজেই আমরা খেলাধুলা থেকে থেকে শুরু করে সবদিকেই এগিয়ে যাব। তার জন্য দরকার আমাদের আত্মবিশ্বাস। নিজেদের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে। কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি। মাথা উঁচু করে বিশ্বসভায় চলব। এই মর্যাদাবোধ নিয়ে আমাদের চলতে হবে। ভিক্ষার ঝুলি নিয়ে নয়, নিজের পায়ে দাঁড়াব। নিজের দেশ গড়ব। বিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।
রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৬/এনআর/সাইফ
No comments:
Post a Comment