Saturday, 13 February 2016

Great Music producer Robin Gosh

Great Music producer Robin Gosh 

 না ফেরার দেশে রবিন ঘোষ

আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম.
Published:13 Feb 2016   01:06:06 PM   Saturday   ||   Updated:13 Feb 2016   01:17:33 PM   Saturday
সংগীত পরিচালক রবিন ঘোষ

সংগীত পরিচালক রবিন ঘোষ

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রবিন ঘোষ। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের কিউর মেডিক্যাল সেন্টারে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীত পরিচালক। তার বয়স হয়েছিল ৮২ বছর। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘদিন ধরে ব্রঙ্কাইটিস ও হৃদরোগে ভুগছিলেন রবিন ঘোষ। দুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে রাজধানীর ওয়ারীতে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

চলচ্চিত্র পরিচালক এহতেশামের অনুরোধে তার চলচ্চিত্রের গান সুর করেন রবিন। ৬০ এর দশকে রাজধানীর বুকে  চলচ্চিত্রের গানের মাধ্যমে তার এ মাধ্যমে অভিষেক ঘটে। তারপর অনেক বাংলা ও উর্দু চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন এ সংগীতপাগল মানুষটি।

তালাশ (১৯৬৩), চকোরি (১৯৬৭), চাহাত (১৯৭৪), আয়না (১৯৭৭), আম্বার (১৯৭৮) ও দরিয়ান (১৯৮৪) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে নিগার পুরস্কার লাভ করেন রবিন ঘোষ।


রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শান্ত /এএন

No comments:

Post a Comment