Friday, 12 February 2016

Global Peace after 1000 years

হাজার বছরের বিভেদ ভুলে দুই ধর্মগুরুর সাক্ষাৎ

শাহেদ : রাইজিংবিডি ডট কম.
Published:13 Feb 2016   09:57:20 AM   Saturday   ||   Updated:13 Feb 2016   12:59:46 PM   Saturday
কিউবায় রাশিয়ার অর্থডক্স খ্রিষ্টান চার্চের প্রধান কিরিল ও পোপ ফ্রান্সিস

কিউবায় রাশিয়ার অর্থডক্স খ্রিষ্টান চার্চের প্রধান কিরিল ও পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় হাজার বছরের বিভেদ ভুলে রাশিয়ার অর্থডক্স খ্রিষ্টান চার্চের প্রধান কিরিলের সঙ্গে দেখা করেছেন ক্যাথলিক খ্রিষ্টান দুনিয়ার ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

শুক্রবার পোপ ফ্রান্সিস কিউবার হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কিরিলের সঙ্গে বৈঠকে বসেন।

১১ শতাব্দীতে মূলত পোপের কর্তৃত্বের ইস্যুকে কেন্দ্র করে খ্রিষ্টধর্ম প্রাচ্য ও পাশ্চাত্য শাখায় বিভক্ত হয়ে পড়ে। অর্থডক্স খ্রিষ্টানদের একটি বড় অংশ বাস করে রাশিয়ায়। প্রায় এক হাজার বছর আগে বিভাজন হওয়ার পর এটাই কোনো পোপ ও রাশিয়ার সনাতন খ্রিষ্টান ধর্মগুরুর প্রথম সাক্ষাৎ।

শুক্রবার বিমানবন্দরে দেখা হলে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান পোপ ফ্রান্সিস ও কিরিল । এ সময় পোপ ফ্রান্সিল বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ভাই।’ পরে দোভাষীর মাধ্যমে পোপ ফ্রান্সিস বলেন, ‘এখন থেকে বিষয়গুলো সহজ হয়ে যাবে।’

বৈঠকের বিষয়ে রাশিয়ার অর্থডক্স চার্চের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় রাজনৈতিক বিষয় প্রাধান্য পেয়েছে।  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খ্রিষ্টানদের নিপীড়নের বিষয়টি আলোচনা করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শাহেদ/এএন

No comments:

Post a Comment