Wednesday, 13 January 2016

World Cup cricket trophy 2016

World Cup cricket trophy 

বিশ্বকাপ ট্রফির সঙ্গে সেলফি তোলার সুযোগ

আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:14 Jan 2016   10:42:28 AM   Thursday   ||   Updated:14 Jan 2016   12:26:25 PM   Thursday
টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া প্রতিবেদক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারতে। ব্যাট-বলের ওই মহরণের আগে বিশ্ব ভ্রমণে বের হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রমণ শুরু হয়।

ভ্রমণের ধারাবাহিকতায় ট্রফিটে এখন বাংলাদেশে। বৃহস্পতিবার দুপুর থেকে ও শুক্রবার রাত পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলে এটি প্রদর্শণের জন্য রাখা হবে।

বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা ট্রফি প্রদর্শনীতে এটির সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবে। এ প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা।

১২টি দেশ ঘুরে দিল্লীতে ট্রফির ভ্রমণ শেষ হবে ১ ফেব্রুয়ারি। বাংলাদেশে ট্রফির প্রদর্শনী শেষে শ্রীলঙ্কাতে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। ২১ থেকে ২৪ জানুয়ারি নিউজিল্যান্ড ও ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১  ফেব্রুয়ারি দিল্লীতে পৌঁছবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসছে ভারতে। ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে।

http://www.risingbd.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%BF-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97/142764


রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৬/আমিনুল

No comments:

Post a Comment