ফিল্ম ক্লাব লিমিটেডের পদ বন্টন
রাহাত সাইফুল : রাইজিংবিডি ডট কম
Published:13 Jan 2016 06:41:38 PM Wednesday

ছবির কোলাজ
জানা গেছে এতে ফারহানা আমিন নূতনকে ভাইস প্রেসিডেন্ট, মেহেদী হসান সিদ্দিকী মনির সেক্রেটারি, এম এ কামাল জয়েন্ট সেক্রেটারি, রত্না কবির সংস্কৃতি সম্পাদক, এস সি কে অপূর্ব ক্রীড়া-সম্পাদক, মোজাহারুল ইসলাম ওবায়েদ শৃংখলা এবং সংবিধান বিষয়ক সম্পাদক, জাহিদ হোসেন অর্থ সম্পাদক, কামাল হাসান খাদ্য ও আপ্যায়ন সম্পাদক, আবদুল্লাহ জেয়াদ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ পেয়েছেন। তবে সাবেক প্রেসিডেন্ট লিপুর প্যানেল থেকে নির্বাচিত আতিকুর রহমান লিটন কোন পদ গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। মো. শরীফ উদ্দিন খান দিপুর প্যানেল থেকে ৬ জন এবং কামাল মো. কিবরিয়া লিপুর প্যানেল থেকে ৪ জন সদস্য নির্বাচিত হন।
রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৬/রাহাত/রাশেদ
No comments:
Post a Comment