Wednesday, 13 January 2016

Art and folk festival Narayangonj , Bangladesh

সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা শুরু

হাসান উল রাকিব : রাইজিংবিডি ডট কম
Published:14 Jan 2016   11:54:11 AM   Thursday   ||   Updated:14 Jan 2016   12:02:29 PM   Thursday
সোনারগাঁওয়ে লোকজ ও কারুশিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সিমিন হোসেন রিমি

সোনারগাঁওয়ে লোকজ ও কারুশিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সিমিন হোসেন রিমি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এবারের মাসব্যাপী উৎসবের মোট ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মহাপরিচালক রবিন্দগোপ  জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মেলা বেশি জমজমাট হবে। মেলার নিরাপত্তায় ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ বছর মেলায় সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় ১৭২টি স্টল রয়েছে। এর মধ্যে কারুশিল্পীদের প্রদর্শনীতে অংশ নেবেন ৪৮ জন কারুশিল্পী। এ ছাড়া মাসব্যাপী লোকজ উৎসবে থাকছে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, হাসন রাজা, লালন সঙ্গীত, মাইজভা-ারি গানসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা।





রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/ ১৪ জানুয়ারি ২০১৬/হাসান উল রাকিব/উজ্জল

No comments:

Post a Comment