১২২ বছর বাঁচতে চান? (ভিডিও)
সাইফ : রাইজিংবিডি ডট কম
Published:28 Jan 2016 11:54:53 AM Thursday || Updated:28 Jan 2016 04:34:02 PM Thursday

১২২ বছর বয়সি বাতুলি লামিছানে
১৯০৩ সালে নেপালে জন্ম বাতুলি লামিছানের। তিনি বলেন, ‘১৭ বছর বয়স থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। এখনো প্রতিদিন ৩০টি করে সিগারেট খাই। আমি তো প্রথম দিন থেকেই চেইন স্মোকার।’ শুধু তাই নয়, তার এত দিন বেঁচে থাকার কৃতিত্ব তিনি দিচ্ছেন ধূমপানকে! তার বয়স এখন ১১২ বছর। দিব্যি বেঁচে আছেন। তিনি কীভাবে এত বছর বেঁচে আছেন, জানতে চাইলে তিনি এক মুখ ধোঁয়া ছেড়ে বলছেন, ‘সিগারেটের জন্য!’
তবে লামিছানে কোনো বাণিজ্যিক সিগারেটে ধূমপান করেন না। তিনি ধূমপান করেন হাতে বানানো বিড়ি, যা কিনা কাগজে মোড়ানো তামাক। ৯৫ বছর ধরে তাহলে কত বিড়ি খেয়েছেন একবার অঙ্ক করে দেখতে পারেন। তাই বলে ১২২ বছর বাঁচার আশায় প্রিয় পাঠক আপনিও লামিছানের মতো ধূমপান শুরু করবেন না। কারণ, এটা পরীক্ষিত সত্য যে, ধূমপান মৃত্যুর কারণ এবং এটি বদভ্যাসও বটে।
তথ্যসূত্র : ডেইলি মিরর/জিনিউজ
ভিডিও...
http://www.risingbd.com/%E0%A7%A7%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/144810
রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৬/সাইফ/তারা/এএন
No comments:
Post a Comment