Sunday, 24 January 2016

Cricket mustafiz vs 58 lac taka

৫৮ লাখ টাকায় আইপিএলে মুস্তাফিজ

আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:24 Jan 2016   08:29:10 PM   Sunday   
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগে খেলার প্রস্তাব পেলেও খেলছেন না মুস্তাফিজ। তবে ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আইপিএলের প্লেয়ার ড্রাফটে ছিলেন মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।

রোববার খেলোয়াড়দের ভিত্তিমূল্য প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের আর কেউ না থাকলেও আছেন বিস্ময় বালক মুস্তাফিজ। তারকা এই বোলারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।

বাংলাদেশি টাকায় যা ৫৮ লাখ ২৬ হাজার ৩৬৭ টাকা। এখন দেখার বিষয় ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইপিএলের নিলামে দল পান কিনা মুস্তাফিজ।

কার কত ভিত্তিমূল্য:
২ কোটি রুপি : যুবরাজ সিং, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন, ইশান্ত শর্মা, মিচেল মার্শ, আশিস নেহরা, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, সঞ্জু স্যামসন ও ধাওয়াল কুলকারনি।

১.৫ কোটি রুপি : ডেল স্টেইন, মোহিত শর্মা ও জস বাটলার।
১ কোটি রুপি : ইরফান পাঠান ও টিম সাউদি।

৫০ লাখ রুপি : মুস্তাফিজুর রহমান, মার্টিন গাপটিল, জ্যাসন হোল্ডার ও বারিন্দের স্রান।

আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের আসর।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৬/আমিনুল

No comments:

Post a Comment