বিশ্বের সেরা দেশ জার্মানি
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:21 Jan 2016 10:02:16 AM Thursday || Updated:21 Jan 2016 12:18:59 PM Thursday

২৪টি ক্যাটাগরির ভিত্তিতে ৬০টি দেশ এই তালিকায় স্থান পেয়েছে। বিশ্বের ৩৬টি দেশের ১৬ হাজার ২৪৮ জনের ওপর জরিপ চালিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্ষমতা ও প্রভাব বিস্তারের ক্ষেত্রে তালিকায় শীর্ষস্থানীয় দেশ হিসেবে জায়গা করেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
খেলাধুলার দিক থেকে সেরা অবস্থানে রয়েছে সুইডেন। তবে নাগরিকত্ব, শিশু প্রতিপালন ও সবুজ গাছপালার মধ্যে বাসের ক্ষেত্রেও দেশটি এগিয়ে রয়েছে। তালিকায় অভিযানের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে ব্রাজিল, উন্মুক্ত ব্যবসার জন্য লুক্সেমবার্গ, সংস্কৃতির জন্য ফ্রান্স, বাণিজ্যের জন্য জার্মানি, জীবনযাত্রার মানের ক্ষেত্রে কানাডা, ঐতিহ্যের জন্য ইতালি এবং উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে ভারত শীর্ষস্থান দখল করে রয়েছে। তবে সবমিলিয়ে শীর্ষ স্থানে রয়েছে জার্মানি। এর পরেই রয়েছে কানাডা ও যুক্তরাজ্যের নাম।
রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৬/শাহেদ/এএন
No comments:
Post a Comment