Monday, 25 January 2016

cricket ICC under 19 worldcup

যেসব চ্যানেলে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:25 Jan 2016   02:00:01 PM   Monday   ||   Updated:25 Jan 2016   02:51:46 PM   Monday
যুব বিশ্বকাপের লোগো

যুব বিশ্বকাপের লোগো

ক্রীড়া প্রতিবেদক : বুধবার মাঠে গড়াবে ১৬ জাতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশের ৮টি ভেন্যু অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৪৮টি ম্যাচ।

আগামী বুধবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। ম্যাচটি সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

শুধু এই ম্যাচই নয়, টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়। গাজী টিভি ছাড়াও বিটিভিতে দেখা যাবে দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ বাংলাদেশের ম্যাচগুলো।

 এ ছাড়া যুব বিশ্বকাপ দেখতে পাবেন স্টার স্পোর্টস-১, সুপার স্পোর্টস-২ ও স্কাই স্পোর্টস-২ চ্যানেলে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৬/আমিনুল/এএন

No comments:

Post a Comment