Tuesday, 26 January 2016

F book and talk


ফেসবুকে চ্যাটিংয়ের জন্য রয়েছে একান্ত ওয়েবসাইট!

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:27 Jan 2016   12:04:24 AM   Wednesday   ||   Updated:27 Jan 2016   01:05:26 PM   Wednesday
ফেসবুকে চ্যাটিংয়ের জন্য রয়েছে একান্ত ওয়েবসাইট!
মনিরুল হক ফিরোজ : বর্তমানে কিশোর থেকে শুরু করে বয়োজোষ্ঠ- সকলেই ফেসবুক সম্পর্কে জানে। সর্বাধিক জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি প্রতিদিন বিশ্বব্যাপী ১ বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করছে।

আধুনিক জীবনযাপনের একটি প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে ফেসবুক।

কম্পিউটার ব্যবহারকারী সকলেই আমরা জানি যে ফেসবুকের ঠিকানা www.facebook.com এবং এই সাইটটিই আমরা ব্যবহার করে থাকি। তবে বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ের জন্য ফেসবুকের রয়েছে একান্ত একটি ওয়েবসাইট। যেটা হয়তো অনেকেই আমরা জানি না, তাই ব্যবহার করি না।

ফেসবুকে শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য সেই ওয়েবসাইটটি ফেসবুকের মূল ওয়েবসাইট থেকে অনেক বেশি উন্নত এবং সুবিধাসম্পন্ন। কম্পিউটার ব্যবহারকারীরা ফেসবুকে শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য সাইটটি ব্যবহার করতে পারেন। আর চ্যাটের জন্য কেন বিশেষ সাইটটি সাইটটি ব্যবহার করবেন, সেটা জানতে মূল ওয়েবসাইটিতে চ্যাট করার কিছু অসুবিধা আগে জেনে নিন।


এটি ফেসবুকের মূল ওয়েবসাইটের একটি হোমপেজ। নানা ধরনের অপশন রয়েছে মূল ওয়েবসাইটটির হোমপেজে। ফটো, গ্রুপ, নিউজ, স্ট্যাটাস, পেজ প্রভৃতি।



কিন্তু আপনি যদি বন্ধুর সঙ্গে পূর্ণ মনোযোগ চ্যাটিং করতে চান, তাহলে সেটা কিন্তু মূল সাইটটির হোমপেজে ততটা মনোযোগ সহকারে করা সম্ভব নয়। কারণ চ্যাটিং স্ক্রিনটি একটি কোণায় প্রদর্শিত হয় এবং পুরো হোমপেজ জুড়ে থাকা বিভিন্ন স্ট্যাটাস, নিউজ, বিজ্ঞাপন, নোটিফিকেশন প্রভৃতিতে চোখ পড়েই। ফলে সেসব দিকেও নজর থাকায় চ্যাটিংয়ের মজাটায় বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে।



এক্ষেত্রে সুখবর হচ্ছে, ফেসবুকে শুধু চ্যাটিংয়ের জন্য কম্পিউটার ব্যবহারকারীদের ক্ষেত্রে বিকল্প আরেকটি স্বল্প পরিচিত ওয়েবসাইট রয়েছে।




ওয়েবসাইটটি হচ্ছে: www.messenger.com। আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে ফেসবুকে চ্যাটিংয়ের ক্ষেত্রে ফেসবুকের এই ওয়েবসাইটি ব্যবহার করতে পারেন। এই সাইটিতে বন্ধুদের সঙ্গে শুধুমাত্র উন্নত চ্যাটিংয়ের সুবিধাই পাওয়া যাবে, অন্য আর কিছু না। সাইটটির আরেকটি সুবিধা হচ্ছে, যেসব অফিসে ফেসবুকের মূল সাইটটি বন্ধ করা রয়েছে, সেসব অফিসে এই সাইটটির মাধ্যমে ফেসবুকে বন্ধুদের সঙ্গে চ্যাটিং করা যাবে।

মোবাইলে আলাদাভাবে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে চ্যাটিংয়ের যে সুবিধা রয়েছে, এই সাইটটি মূলত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদেরও ফেসবুকে আলাদাভাবে চ্যাটিং সুবিধার জন্যই।

গত বছরের এপ্রিলে www.messenger.com সাইটটি চালু করে ফেসবুক কর্তৃপক্ষ। কিন্তু অনেকেই এই সাইটটি সম্পর্কে জানেন না। সুতরাং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বাইরে থেকেই ফেসবুকে চ্যাট করার জন্য ব্যবহার করতে পারেন সাইটটি।

তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment