ম্যাক্সের সাঁতারের ছবিতে লাইকের বন্যা
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Jan 2016 01:25:00 PM Monday || Updated:25 Jan 2016 01:26:13 PM Monday

মার্ক জাকারবার্গ-প্রিসিলা চ্যান দম্পতি তাদের প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন ম্যাক্স। আর এই খুশি উদযাপন করতে ২ মাসের ছুটিও নিয়েছেন মার্ক জাকারবার্গ। তার মতে, সন্তানের জন্য বাবা এবং মা দুইজনেরই সময় দেওয়া প্রয়োজন।
এরপর থেকে ফেসবুকে সদ্যজাত কন্যার সঙ্গে আদরমাখা নানা ছবি পোস্ট করছেন তিনি। ছোট্ট ম্যাক্সের ডায়াপার বদলে দেওয়ার ছবি, টিকা দেওয়ার ছবি, স্টার ওয়ার্সের জামা পড়ার ছবি- কন্যার সঙ্গে পিতৃত্বের এরকম নানা ছবি ফেসবুক পোস্ট করেছেন তিনি। ফলে ছোট্ট ম্যাক্স ইতিমধ্যেই ফেসবুকে তারকা হয়ে উঠেছেন।
এবার দুইমাস বয়সী ম্যাক্সের সাঁতারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ। ছবিটি পোস্ট করে মার্ক জাকারবার্গ লিখেন, ‘ম্যাক্সের প্রথম সাঁতার। ও উপভোগ করছে!’
পোস্টের পরপরই লাইকের বন্যা শুরু হয় ছবিটিতে। ১২ ঘণ্টা আগে পোস্ট করা এই ছবিটিতে লাইকের সংখ্যা ইতিমধ্যে ১৮ লাখ ছাড়িয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment