Monday, 25 January 2016

max vs swimming entertainment

ম্যাক্সের সাঁতারের ছবিতে লাইকের বন্যা

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Jan 2016   01:25:00 PM   Monday   ||   Updated:25 Jan 2016   01:26:13 PM   Monday
ম্যাক্সের সাঁতারের ছবিতে লাইকের বন্যা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গত বছরে প্রযুক্তি বিশ্বে অন্যতম আলোচিত ঘটনায় স্থান পেয়েছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের বাবা হওয়ার খবরটি। সন্তানের খুশিতে তিনি ফেসবুকে থাকা তার শেয়ারের ৯৯ শতাংশ দাতব্য কাজে দান করার কথাও জানান।

মার্ক জাকারবার্গ-প্রিসিলা চ্যান দম্পতি তাদের প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন ম্যাক্স। আর এই খুশি উদযাপন করতে ২ মাসের ছুটিও নিয়েছেন মার্ক জাকারবার্গ। তার মতে, সন্তানের জন্য বাবা এবং মা দুইজনেরই সময় দেওয়া প্রয়োজন।

এরপর থেকে ফেসবুকে সদ্যজাত কন্যার সঙ্গে আদরমাখা নানা ছবি পোস্ট করছেন তিনি। ছোট্ট ম্যাক্সের ডায়াপার বদলে দেওয়ার ছবি, টিকা দেওয়ার ছবি, স্টার ওয়ার্সের জামা পড়ার ছবি- কন্যার সঙ্গে পিতৃত্বের এরকম নানা ছবি ফেসবুক পোস্ট করেছেন তিনি। ফলে ছোট্ট ম্যাক্স ইতিমধ্যেই ফেসবুকে তারকা হয়ে উঠেছেন।

এবার দুইমাস বয়সী ম্যাক্সের সাঁতারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ। ছবিটি পোস্ট করে মার্ক জাকারবার্গ লিখেন, ‘ম্যাক্সের প্রথম সাঁতার। ও উপভোগ করছে!’

পোস্টের পরপরই লাইকের বন্যা শুরু হয় ছবিটিতে। ১২ ঘণ্টা আগে পোস্ট করা এই ছবিটিতে লাইকের সংখ্যা ইতিমধ্যে ১৮ লাখ ছাড়িয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment