পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান আবর্জনা নিয়ে উদ্বেগ
রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:25 Jan 2016 03:42:55 PM Monday

মস্কোয় অবস্থিত রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিজ্ঞানীরা জানিয়েছেন, বিক্ষিপ্তভাবে পৃথিবীকে প্রদক্ষিণকারী আবর্জনা কণা নিয়ে ‘বিশেষ রাজনৈতিক ভয়’ আছে।
বিভিন্ন কারণে মহাকাশে ধ্বংস করা হয় স্যাটেলাইট ও মহাকাশযান। ধ্বংস হওয়া এসব মহাকাশযানের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পৃথিবীকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে ঘুরতে থাকে। এসব কণাকে বলা হয় মহাকাশের আবর্জনা। এগুলো বড় ধরনের বিপদের কারণ হতে পারে।
পৃথিবীকে ঘিরে প্রদক্ষিণকারী কোনো স্যাটেলাইটের সঙ্গে এসব অবর্জনা কণার সংঘর্ষ হলে, স্যাটেলাইটটিও ধ্বংস হতে পারে। কিন্তু বোঝার উপায় থাকে না, কোনো দেশের স্যাটেলাইটের আবর্জনা কণার সঙ্গে সংঘর্ষ হয়েছে। যে কারণে কোনো সামরিক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হলে, কোনো দেশ ভুলবশত অন্য দেশকে অভিযুক্ত করতে পারে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশবিজ্ঞানীরা কয়েক হাজার আবর্জনা কণার সন্ধান পেয়েছেন। তবে বলা হয়, কোটি কোটি অবর্জনা কণা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এসব কণা কোনো মহাকাশযানকে ঘণ্টায় ৩০ হাজার মাইল বেগে আঘত করতে পারে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৬/রাসেল পারভেজ
No comments:
Post a Comment