দ্বীপের মালিক যে তারকারা (দ্বিতীয় পর্ব)
সাইফুল আহমেদ : রাইজিংবিডি ডট কম
Published:23 Jan 2016 12:22:58 AM Saturday || Updated:23 Jan 2016 10:11:58 AM Saturday

এমন কিছু তারকা যাদের ব্যক্তিগত দ্বীপ রয়েছে। তাদের মধ্যে প্রথম পর্বে জনি ডেপ, শাকিরা ইসাবেল, পামেলা এন্ডারসন, লিওনার্দো ডিক্যাপ্রিও ও নিকোলাস কেজের দ্বীপের পরিচিতি দেওয়া হয়েছে। এবার আরো কয়েক তারকার দ্বীপের পরিচিতি রাইজিংবিডির পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-
টেইলর পেরি : আমেরিকান অভিনেতা ও পরিচালক টেইলর পেরির দ্বীপটি বাহামায় অবস্থিত। ‘হোয়াইট বে কে’ নামের এই বিলাসবহুল দ্বীপটি ২০০৯ সালে কেনেন পেরি। এর আয়তন ২৫ একর।
মূলত বিলাসবহুল জীবনযাপনের জন্য দ্বীপটি ক্রয় করেন তিনি। দ্বীপটিতে পেরি একটি দৃষ্টিনন্দন বাড়ি ও অতিথিদের জন্য বাংলো তৈরি করেছেন। সেখানে তিনি একটি স্পা, টেনিস কোর্ট ও একটি পোতাশ্রয় নির্মাণের চিন্তাভাবনা করছেন।
মেল গিবসন : আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও দ্য প্যাট্রিয়ট খ্যাত নায়ক মেল গিবসনের দ্বীপটি যে কোনো তারকার কেনা সবচেয়ে বড় দ্বীপ। এর নাম ম্যাগো আইল্যান্ড। আয়তন ৫ হাজার ৪০০ একর। ফিজিতে অবস্থিত এ দ্বীপটি ২০০৫ সালে ১৫ মিলিয়ন ডলার দিয়ে কেনেন মেল গিবসন।
অন্যান্য তারকার দ্বীপের থেকে এটির স্বাতন্ত্র্য হলো এটি আগ্নেয়গিরি সমৃদ্ধ দ্বীপ। মেল গিবসন চান না, তার দ্বীপ কোনো ব্যবসায়িক কাজে ব্যবহৃত হোক। তিনি চান, দ্বীপটি যতটা সম্ভব ব্যক্তিগত থাকুক। তাই দ্বীপটি দেখভালের জন্য খুব কম সংখ্যক তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন তিনি।
এডি মারফি : আমেরিকান কৌতুক অভিনেতা, গায়ক, লেখক এডি মারফির দ্বীপের নাম ‘রুস্টার কে’। বাহামায় অবস্থিত এ দ্বীপটি ২০০৭ সালে ক্রয় করেন এডি মারফি।
এর আয়তন ১৫ একর। ১৫ মিলিয়ন ডলার দিয়ে তিনি দ্বীপটি কেনেন। এর আগেও তার একটি দ্বীপ ছিল। তবে তিনি দ্বীপ দিয়ে কী করতে চান, তা স্পষ্ট নয়।
রিকি মার্টিন : স্প্যানিশ বংশোদ্ভূত পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিনের দ্বীপ কেনার শখ রয়েছে। দ্বীপটির মূল্য ৮ মিলিয়ন ডলার।
২০০৮ সালে ব্রাজিলের উপকূলে অ্যাংরা ডস রেয়িসের কাছে একটি দ্বীপ কেনেন তিনি। ওই বছরই রিকি মার্টিনের যমজ সন্তানের জন্ম হয়। বলা হয়ে থাকে, নতুন পরিবারের জন্যই তিনি দ্বীপটি ক্রয় করেছেন।
বেয়ার গ্রিলস : ব্রিটিশ লেখক, অ্যাডভেঞ্চারার ও টেলিভিশন উপস্থাপক বেয়ার গ্রিলস। ২০০১ সালে ৭০০ বাই ৫০০ মিটারের একটি দ্বীপ কেনেন তিনি।
এটি জিউইনেডের লিন উপদ্বীপ থেকে আধা মাইল দূরে টাডওয়ালের পশ্চিমে অবস্থিত। ৯৫ হাজার পাউন্ড দিয়ে দ্বীপটি ক্রয় করেন তিনি। দ্বীপটি চারদিকে উঁচু পাহাড় দিয়ে ঘেরা। এই দ্বীপের ওপর দিয়ে সবসময় শক্তিশালী বাতাস বয়ে যায়। গ্রিলসের পরিবার জন্য এই দ্বীপটি অবকাশযাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে।
রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৬/সাইফুল
No comments:
Post a Comment